* নিটিং ও নিট-ডাইং মিল-ফ্যাক্টরীর বাস্তব/ প্র্যাকটিক্যাল বিষয়ের আলোকে রচিত। * নিটিং ও নিট-ডাইং এর জটিল বিষয়গুলো অত্যন্ত সহজ-সরল ভাষায় উপস্থাপন। * নিটিং ও নিট-ডাইং এর প্রসেস-প্রোগ্রাম, ক্যালকুলেশন এর মতো গুরুত্বপূর্ণ বিষয়াদি উত্থাপন। * বিভিন্ন ধরণের নিট ফ্যাব্রিকের সচিত্র পরিচিতি ও ইকুয়েশন সহযোগে ডাইস-কেমিক্যালের কার্যের বর্ণনা। * নন-টেক্সটাইল (সাধারণ শিক্ষিত) দের জন্যও বোধগম্য/ উপযোগি করে রচিত। * নিট ও নিট-ডাইং বিষয়ে নতুন চাকুরীজীবীদের জন্য অন্যতম গাইডলাইন। * টেক্সটাইল শিক্ষার্থীদের “নিটিং ও নিট-ডাইং” বিষয়ে থিওরীটিক্যাল এর পাশাপাশি প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জনে সহায়ক। * নিটিং ও নিট-ডাইং এর সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণার্থীদের জন্য কাজ শেখার ক্ষেত্রে নিকনির্দেশক। * পরস্পর সম্পর্কযুক্ত নিটিং ও নিট-ডাইং বিষয় দুটি সহজে বুঝতে একত্রে উপস্থাপন। * সঠিকভাবে বোঝার সুবিধার্থে বাংলিশ (বাংলা-ইংলিশ মিশ্রিত) হিসেবে উপস্থাপন।