কীভাবে আল্লাহর প্রিয় হবো? (হার্ডকভার) - শাইখ খালিদ আল হুসাইনান | বইবাজার.কম

কীভাবে আল্লাহর প্রিয় হবো? (হার্ডকভার)

    5 Ratings     3 Reviews

বইবাজার মূল্য : ৳ ৩৬৪ (২০% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ৪৫৫





WISHLIST


Overall Ratings (3)

Al amin
12/04/2020

ইসলামে প্রবেশ করে যখন থেকেই আমরা আত্মসমর্পণকারী হয়েছি, তখন থেকেই মুমিনের অন্তরে কিছু প্রশ্ন সমসময় জাগরুক থাকে, কীভাবে আল্লাহর প্রিয় হবো? কীভাবেই-বা তার সানিধ্যে আসতে পারব? এজন্য কত রকমের পদক্ষেপই-না আমরা গ্রহণ করি। মাঝে মাঝে শয়তানের প্ররোচনায় ভুল পথে পা বাড়িয়ে তার অপ্রিয় হতে শুরু করি। এজন্য দরকার একটি সুন্দর পরিকল্পনা। এমন পরিকল্পনা যা হবে আল্লাহর নির্দেশিত, রাসূল সা: এর প্রদর্শিত। যে পরিকল্পনা সাহাবা রাদি: অনুসরণ করেছেন, সালাফগণ মেনে চলেছেন। সেই সাথে চাই কার্যকরী দিকনির্দেশনা। কেমন হবে যদি এতো কিছুর পসরা একসাথে এক মলাটে সাজানো থাকে? হুম প্রিয় পাঠক! এসবকিছুর স্বাদ পাবেন "কীভাবে আল্লাহর প্রিয় হবো?" বইয়ে।


Abed
02/04/2020

বই টা আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। যার একটি লাইন হাজার পৃষ্ঠার সমতুল্য।.ইন্না লিল্লাহ,,,আমরা অনেকেই আজকাল আমল বিহীন জ্ঞানীতে পরিণত হচ্ছি। মনে আছে তো,রাসূল (সাঃ) আমল বিহীন জ্ঞানীর কিরকম শাস্তি দেখেছিলেন??.ওয়াল্লাহী, এই যে এত বই পড়া আর ফেসবুকে সারাদিন বিভিন্ন ইসলামিক পোস্ট পড়া হয় তার কয়টা আমলিয়াতে অন্তর্ভুক্ত করি আমরা? শুধু পড়েই যাচ্ছি আর মানুষকে জ্ঞান বিতরণ করেই যাচ্ছি কিন্তু নিজেদের বেলায় সেটার প্রয়োগ কোথায়?. এই জ্ঞানার্জন যদি জাহান্নামের পাথেয়ই হয় তবে কি লাভ এই পন্ডশ্রম করে?? আসলে আমরা যারা জেনারেল লাইনের শিক্ষার্থী তাদের দ্বীনি পড়াশোনার স্কোপ খুবই কম পাই।জানতাম ই না।.সর্বশেষে বলি.আল্লাহর প্রিয় কে না হতে চাই?যারা চাই তাদের জন্য must read একটা বই।


Salim
31/03/2020

কীভাবে আল্লাহর প্রিয় হবো??? মানুষ সফল হতে চায়। নিজেকে সমাসীন দেখতে চায় মর্যাদার সর্বোচ্চ আসনে। তাই তো সফলতা আর মর্যাদা লাভের জন্য নিরন্তর কত পথেই না তাঁরা ছুটে বেড়ায়। কত পরিশ্রম আর প্রচেষ্টা চালায়। কিন্তু সবাই কি চূড়ান্ত সফলতা আর প্রকৃত মর্যাদা লাভের পথে কদম বাড়ায়? নাহ! অনেকেই ভুল করে। ভুল পথ ধরে সামনে এগুতে গিয়ে তাঁরা বরং পশ্চাতেই নিক্ষিপ্ত হয়। হে সফলতা প্রত্যাশী অভিযাত্রী, সে কী কভু সফল হতে পারে, যে আপন পালনকর্তার বিপরীতে চলে? আল্লাহ প্রিয় হতে হলে নিচের দিক নির্দেশনাগুলো অনুসরণ করা থাক,,,,, রমাদানুল মোবারক আল্লাহর প্রিয় হওয়ার শ্রেষ্ঠ সময়, বান্দার সর্বোত্তম জীবন তো তা-ই, যা অতিবাহিত হয় আল্লাহর সান্নিধ্যে। যদি বলো, আল্লাহর সান্নিধ্যে কীভাবে জীবন কাটে? আমি বলব : তাঁর আদেশ-নিষেধ মেনে, তাঁর বেঁধে দেওয়া সীমা না ডিঙিয়ে। তাঁর সব ফয়সালা সন্তুষ্টচিত্তে মেনে নিয়ে। নির্জনেও তাঁর আদব বজায় রেখে।সর্বদা হৃদয়ে তাঁর অস্তিত্ব অনুভব করে। তাকদিরের ওপর কোনো আপত্তি না করে। তাই বইটি পরলে জানতে পারব কিভাবে আল্লাহ প্রিয় হবো,,,,, এজন্য বইটি সকলের পড়া দরকার,,,,


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com