ভূমিকা সত্যিকথা স্বীকার করতে দোষ নেই। উপন্যাস লেখা আমার কর্ম নয়। সেই ধৈৰ্য, সেই ক্ষমতা আমার নেই। শুধু মাত্র কিশোরদের জন্যে কেন, বড়দের জন্যে কোনো উপন্যাস লেখার কথা ভাবলে আমার গায়ে জ্বর আসে, আমার ডানহাতের তর্জনীতে আঙুলহারা হয়। তবু মেরেকেটে মাপজোক করে ছোটেদের জন্যে ছয়টি আখ্যায়িকা রচনা করেছিলাম, যেগুলো খুব বড় না হলেও সাধারণ গল্পের চেয়ে বড়, যেগুলোর হেরফের আছে, দিগ্বিদিক আছে। এগুলো নিশ্চয় উপন্যাস নয়, উপন্যাসিকা। এর অধিকাংশ আনন্দমেলার প্রাতঃ-স্মরণীয় সম্পাদক নীরেন্দ্ৰনাথ চক্রবর্তী আমাকে গলায় গামছা বেঁধে লিখিয়েছিলেন। তাকে উৎসর্গ করলাম। এই উপন্যাস সমগ্ৰ। - ১ লা বৈশাখ, ১৪০১ কিশোর উপন্যাস সমগ্র বইয়ের সুচিপত্রঃ আনুমানুর গল্প আখের গুড়ে শালুক ডাঁটা একটি কুকুরের উপাখ্যান উঁকিঝুঁকি হরেরাম কুমুদিনী
তারাপদ রায়
তারাপদ রায় (১৭ নভেম্বর ১৯৩৬ - ২৫ আগস্ট ২০০৭) ছিলেন বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি, ছোটগল্পকার ও প্রাবন্ধিক। হালকা হাস্যরস ও পরিমিত তিক্তরসের মিশ্রণে তার রচনা চিহ্নিত ছিল। তিনি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। শিক্ষকতা ও সরকারি চাকরি শেষে ১৯৯৪ সালে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধিকর্তা হিসেবে অবসর নেন। তার কবিতার প্রথম বই "তোমার প্রতিমা" ১৯৬০ সালে প্রকাশিত হয়, এবং তার প্রকাশিত কবিতার সংখ্যা সহস্রাধিক। তিনি রম্যরচনা, ছোটগল্প, ছোট উপন্যাস ও শিশু সাহিত্যেও কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন। সাহিত্যিক ছদ্মনাম নক্ষত্র রায় ও গ্রন্থকীট নামেও তার লেখা পাওয়া যায়। সরকারি অতিথি হিসেবে ইংল্যান্ড ও আমেরিকা সহ বহু দেশে ভ্রমণ করেছেন।