‘সাহিত্যসমগ্র’, ‘গল্পসমগ্র’, ‘উপন্যাসসমগ্র ইত্যাদিতে সমগ্র' শব্দটি প্রথম যুক্ত করেছিলেন সদ্য প্রয়াত বিখ্যাত ঔপন্যাসিক রমাপদ চৌধুরী। শিশু-কিশাের বিজ্ঞানসমগ্র শিরােনামে সমগ্র শব্দ যুক্ত করতে গিয়ে তার কথা স্মরণে এলাে। এই শব্দ চয়ন ও সংযুক্তির জন্য আমরা তাঁর। বিদেহী আত্মার কাছে কৃতজ্ঞতা জানাই। অনুপম প্রকাশনী ২০০৭ সালে শিশু-কিশােরদের উদ্দেশ্যে রচিত ও প্রকাশিত লেখকের দশটি বই নিয়ে ‘শিশু-কিশাের বিজ্ঞানসমগ্র প্রকাশ করেছিলেন। বর্তমান। সংস্করণে আরাে দুটি বই যুক্ত হওয়ায় বইয়ের কলেবর বেড়ে যায়। এতাে বড় বই শিশু-কিশােররা নাড়াচাড়া করতে হিমশিম খাবে। কষ্টকর এ কাজ থেকে মুক্তি দিতে শিশুতােষ রচনাগুলাে ‘শিশু বিজ্ঞানসমগ্র' এবং বাকি রচনাগুলাে দিয়ে কিশাের বিজ্ঞানসমগ্র নামে প্রকাশিত হলাে। লেখক জীববিজ্ঞানের ছাত্র। বিজ্ঞানের অন্যান্য বিষয়ে তাঁর রচনা থাকলেও জীববিজ্ঞানের লেখাই এখানে বেশি প্রাধান্য পেয়েছে। তিনি সফল শিশুসাহিত্যিক, সম্পাদক, অনুবাদক, প্রবন্ধকার, জীবনীকার, ঔপন্যাসিক, সংকলক ও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক বহু পাঠ্যপুস্তক প্রণেতা। তিনি বাংলাদেশের সাহিত্যে সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল পুরস্কারসমূহে বৃত হয়েছেন। আশাকরি আমাদের শিশু-কিশােররা এই সংকলনের গ্রন্থগুলাে পাঠ করে আনন্দ পাবে এবং তাদের জ্ঞান আরও সমৃদ্ধ করার সুযােগ পাবে। সেই সঙ্গে বিজ্ঞান ভাবনায় ও রচনায় তারাও অনুপ্রাণিত হবে।