ফ্ল্যাপের কিছু কথাঃ বাংলাদেশের উল্লেখযোগ্য প্রায় সব কবি ও ছড়াকারের লেূখা কিশোর বাংলায় দেখা যায়। প্রতি সপ্তাহের কিশোর বাংলায় তখন কত যে, ছড়া কবিতা ছাপা হত! সে সময় যাদের বয়স উল্লেখ করে ছড়া ছাপা হয়েছিল তাঁরা এখন দেশের প্রতিষ্ঠিত ছড়াকার ,কবি। কিশোর বাংলার ছয় বছরে প্রচুর ছাপা হয়েছে। বিশেষ করে ছড়ার সঙ্গে অলংকরণগুলো ছিল উল্লেখ করার মতো। বলা যায়, ছড়ার প্রতি কিশোর বাংলার ছিল আলাদা একটা মমত্ববোধ, স্বজনপ্রীতি। এ প্রসঙ্গে স্মর্তব্য যে, কিশোর বাংলায় দীর্ঘকাল ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে শক্তিমান ছড়াকার রফিকুল হক দাদুভাই দায়িত্ব পালন করেছেন। মূলত তাঁর হাতের স্পর্শে ,কিশোর বাংলায় প্রকাশিত ছড়া,কবিতাগুলো হয়ে উঠত অনন্য অসাধারণ।
কিশোর বাংলায় প্রকাশিত ছড়া, কবিতার মধ্যে সব শ্রেণীর পাঠকরা তাদের সত্যিকারের রুচির পরিচয় পেতেন । কে না লিখেছেন কিশোর বাংলায়! বাংলাদেশের ছড়া সাহিত্যের বিকাশের পথটি প্রশস্ত করার ক্ষেত্রে কিশোর বাংলার ভূমিকাকে খাটো করে দেখার কোন অবকাশ নেই ।