ফ্ল্যাপের কিছু কথাঃ কিশোর বাংলয় প্রকাশিত প্রথম উপন্যাস ছিল এখলাসউদ্দিন আহমেদের ‘তুনু আর কেঁদো বাঘের গপপো’ আর শেষ উপন্যাস ছিল আমীরুল ইসলামের ‘অচিন যাদুকর’ । প্রসঙ্গত কিশোর বাংলায় সচেতন ভাবে প্রবীণ-নবীনদের সমম্বয় ঘটেছিল সফলতার সঙ্গে। আশির দশকে সেসব উপন্যাসে স্বাধীনতা উত্তর বাংলাদেশের সমাজ বাস্তবতা উঠে এসেছে । কিশোর বাংলায় প্রকাশিত উপন্যাসগুলো বাংলাদেশের শিশুসাহিত্যে এক উল্লেখযোগ্য সংযোজন। মুহম্মদ জাফর ইকবালের ‘দীপু নাম্বার টু’ , আলী ইমামের ‘‘অপারেশন কাঁকনপুর’, ইমদাদুল হক মিলনের ‘চিতারহস্য’ -এসব পাঠকপ্রিয়, নন্দিত উপন্যাস তৎকালীন সময়ের শিশু-কিশোরদের স্বপ্নকে উসকে দিয়েছিল্ তাদের রঙিন জগতের সীমানাকে করে তুলেছিল বিস্তৃত। বলার অপেক্ষা রাখে না যে, সেসব উপন্যাসের ধারাবাহিকতা অনুশীলন এখনও আমাদের শিশুসাহিত্যে প্রবহমান।
সূচিপত্র * অপারেশন কাঁকনপুরঃ আলী ইমাম * অচিন যাদুকরঃ আমীরুল ইসলাম * চিতা রহস্যঃ ইমদাদুল হক মিলন * তুনু আর কেঁদো বাঘের গপপোঃ এখলাসউদ্দিন আহমদ * দীপু নাম্বার টুঃ মুহম্মদ জাফর ইকবাল