ফ্ল্যাপের কিছু কথাঃ শিল্পকলার মধ্যে সঙ্গীত সবচেয়ে জনপ্রিয়। গভীরতার দিক থেকেও এই শিল্পের আর কোনো সমকক্ষ নেই। আমাদের দেশে সঙ্গীত সম্পর্কে আলোচনা হয় খুব কম। এই বিষয়ে গ্রন্থ রচনা একটি বিরল ঘটনায় পর্যবস্তি হয়েছে। আমার পক্ষে কিশোর সঙ্গীত রচনাও সেই বিরল প্রচেষ্টারই অন্যতম। এই গ্রন্থে আমি সঙ্গীত শাস্ত্রের কিছু অতি প্রয়োজনীয় জ্ঞাতব্য বিষয় সম্পর্কে আলোচনা করার প্রয়াস পেয়েছি। আলোচনার ভাষা ও পদ্ধতি হয়েছে খুব সরল। কারণ, মূলত: অরুণ জিজ্ঞাসুদের কথা ভেবেই আমি এই গ্রন্থ রচনায় হাত দিয়েছি। তবে, সঙ্গীত সম্পর্কে উৎসাহী অতরুণও এই গ্রন্থ দ্বারা উপকৃত হবেন আশা করি।