সিরাজ উদ্দিন সাথী ১৯৫৫ সালে তদানীন্তন ঢাকা জেলার (বর্তমান নরসিংদী জেলা) পলাশে জন্মগ্রহণ করেন । শৈশব-কৈশাের কেটেছে বর্তমান পলাশ উপজেলায়—এক অপরূপ প্রাকৃতিক নৈসর্গের মাঝে। প্রকৃতি আর মানুষকে নিয়ে তখন থেকে তার অপার আগ্রহ। ঊনসত্তরের উত্তাল ছাত্র আন্দোলন ও গণ-অভ্যুত্থানে ছিল তার সক্রিয় অংশগ্রহণ । অবিভক্ত কালীগঞ্জ থানায় স্কুল পর্যায়ের ছাত্রদের নেতৃত্ব দেন ঐ সময় । একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নেন অসীম সাহসিকতার সাথে । দেশ মাতৃকার স্বাধীনতার জন্য যুদ্ধ করেন। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রজীবন কেটেছে চট্টগ্রামে । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ (অনার্স)সহ এমএ, এলএলবি এবং যুক্তরাজ্যের ওয়েলস্ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের শুরুতে কলেজে অর্থনীতির শিক্ষকতা করেছেন । উকিল হতে চেয়েছিলেন, পরে হয়েছেন চাকুরীজীবী । ঘুরেছেন পৃথিবীর অনেক দেশ, দেখেছেন প্রাচীন মানুষের হারিয়ে যাওয়া অনেক সভ্যতা। মানবসভ্যতার আদি এসব নিদর্শন আদিম মানুষ সম্পর্কে তাঁর জানার আগ্রহকে বাড়িয়েছে অনেকগুণ । শান্তিতে নােবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সম্পাদিত এবং গ্রামীণ ব্যাংক কর্তৃক ১৯৮১ সালে প্রকাশিত বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্য গ্রন্থের অন্যতম সহ-লেখক তিনি । এছাড়া ১৯৯২ সালে প্রকাশিত মুক্তিযুদ্ধে নরসিংদী ও ২০১১ সালে প্রকাশিত পবিত্র মক্কা নগরীর ইতিকথা এবং দাস প্রথা তাঁর লেখা অপর তিনটি গ্রন্থ।
Title :
কিশোর বিদ্রোহ ২০১৮ উই ওয়ান্ট জাস্টিস (হার্ডকভার)