ইতিহাস, প্রতœতত্ত¡, সমাজতত্ত¡, লোক-ঐতিহ্য, নৃতত্ত¡ তথা বাংলার সাংস্কৃতিক পরিচিতি বিকাশের চর্চাধারায় সমর পাল এক অবিস্মরণীয় নাম আমাদের কাছে। ব্যতিক্রমধর্মী গবেষণা ও তথ্য বিশ্লেষণে নবতর ধারা অবিরত সংযোজন করে চলেছেন তিনি। বর্তমান গ্রন্থে বাংলার কিছু কীর্তিমান লেখকের আসল নাম, ছদ্মনাম, সুপ্তনাম, গুপ্তনাম ও লুপ্তনাম নিয়ে সংক্ষেপে আলোচনা করা হলেও এর গুরুত্ব অপরিসীম। বিশেষ করে লেখকের জন্মস্থান সম্পর্কে যে তথ্য তিনি নানা সূত্র থেকে সংগ্রহ করেছেন তা বিস্ময়কর। এর ফলে শিক্ষার্থী, অনুসন্ধিৎসু পাঠক, গবেষক ও আঞ্চলিক জীবনীকারগণ বিপুলভাবে উপকৃত হবেন বলে আশা করা যায়।
সমর পাল
Title :
কীর্তিমান লেখক : ছদ্মনাম, সুপ্তনাম গুপ্তনাম, লুপ্তনাম