When young David Balfour's father dies and leaves him in poverty, he tracks down his Uncle Ebenezer to seek his inheritance. But his uncle is a mean, nasty man with a dark family secret. David finds himself in terrible danger when he is kidnapped and taken prisoner on board a ship bound for slavery – he must escape. With the help of daring rebel Alan Breck, David faces a wild adventure as he is hunted across the desolate Scottish moors.
রবার্ট লুইস স্টিভেনশন
রবার্ট লুইস বালফার স্টিভেনসন, জাতীয়তা স্কটিশ। জন্ম ১৩ নভেম্বর ১৮৫০ খ্রিষ্টাব্দে, এডিনবরা, স্কটল্যান্ডে পেশা : লেখালেখি, লিখেছেন: উপন্যাস, কবিতা, গল্প এবং ভ্রমণকথা নাগরিকত্ব : যুক্তরাজ্য শিক্ষা : ১৮৫৭ মিস্টার হেন্ডারসন স্কুলে ভর্তি হন, ১৮৫৯ সালে মি. হেন্ডারসন’স স্কুলে ফিরে যান। ১৮৬১ সালে এডিনবার্গ একাডেমি ভর্তি হন। ১৮৬৩ : আইলওয়ার্থ, মিডলসেক্সে বাের্ডিংস্কুল ১৮৬৪ : রবার্ট থমসন স্কুল, এডিনবরা অতপর ১৮৬৭ সালে। এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেন। সময়কাল ভিক্টোরিয়ান যুগ ৩ ডিসেম্বর ১৮৯৪ ভ্যালিমা, সামােয়ান দ্বীপপুঞ্জে মাত্র ৪৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।