মুফতী মুরতাজা হাসান ফয়েজী মাসুম ১৮ই জুন ১৯৮৫ ইং সনে ঢাকার মিরপুরে এক সম্ভ্রান্ত দীনি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১১ বছর বয়সে দেশের শীর্ষস্থানীয় ইসলামী বিদ্যাপীঠ জামিয়া হােসাই-ি নয়া ইসলামিয়া আরজাবাদে স্বীয় নানা শায়খুল হুফফাজ আলহাজ হাফেজ ফয়জুর রহমান (বড়হুজুর) রহ. ও পিতা উস্তাযুল হুফফাজ আলহাজ হাফেজ তাফাজ্জ্বল। হােসাইন এর নিকট হিফজুল কুরআন। সম্পন্ন করেন।
অতঃপর এই প্রতিষ্ঠান থেকে কৃতিরে সাথে দাওরায়ে হাদীস (মাস্টার্স), ইফতা (ইসলামী আইনশাস্ত্র) এবং তাফসীরুল কুরআন বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন। তিনি মিরপুরে অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা এর প্রতিষ্ঠাতা পরিচালক। যে প্রতিষ্ঠানটি গত কয়েকবছরে ব্যতিক্রমী পাঠদান ও কৃতিত্বপূর্ণ ফলাফলের মাধ্যমে বােদ্ধামহলের। দৃষ্টি আকর্ষণ করেছে। এছাড়াও তিনি সাভারের জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম বাগ্নিবাড়ি মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীসের দায়িত্ব পালন করছেন। বিদগ্ধ গবেষক আলেম ও আলােচক মুফতী মুরতাজা হাসান ফয়েজী মাসুম দীর্ঘদিন যাবৎ গুলশান সােসাইটি জামে মসজিদে সুনামের সাথে খতীবের দায়িত্ব পালন করছেন।
বক্ষ্যমাণ খুতুবাতে ফয়েজী গ্রন্থটি সেই মসজিদে তাঁর উপস্থাপিত জুমার বয়ান থেকেই সংকলিত হয়েছে। আমরা দোয়া করি, আল্লাহ তাঁর দীনি খেদমতকে কবুল করুন।। আমীন।