খুন করার পর তাকে ভালোবেসে ফেলি (হার্ডকভার)
সমালোচনা গ্রহণ করার মানসিকতা আমাদের অনেকেরই নেই। যথাযথ সমালোচনা করার চর্চাও নেই আমাদের। তবে শেষ বিচারে প্রকৃত সমালোচনা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমার এবারের উপন্যাস 'খুন করার পর তাকে ভালোবেসে ফেলি' এখনো বাজারে আসেনি। তার আগেই ফেসবুকে বইয়ের প্রচ্ছদ দেখে শুভাকাঙ্ক্ষীদের কেউ কেউ এমন মন্তব্য করেছেন। তাদের প্রতি ভালোবাসা জানিয়ে বলি, আপনাদের সমালোচনা আমি উপভোগ করছি।'নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে প্রেমের কি স্বাদ আছে বলো...!' নতুন কিছু, নতুন ধরনের কিছু মেনে নেওয়া হয়তো সবসময় সহজ নয়। অনেকেই পারেন না। তাই তার ফর্মুলার বাইরে যা কিছু হয়, তা অসুন্দর-অগ্রহণযোগ্য মনে হয়। অবশ্য স্বাগত জানানো মানুষের সংখ্যাও কম নয়। তাদের প্রতি ভালোবাসা অফুরাণ। আপনারাই সৃজনশীলতার পৃষ্ঠপোষক।