সারসংক্ষেপ যোগীন্দ্রনাথ সরকার সংকলিত খুকুমণির ছড়া বইটি বেরোয় ১৩০৬ বঙ্গাব্দে। বইটিতে সংকলিত হয় চারশোর মতো ছড়া-যে ছড়াগুলো রচিত হয়েছিল মুখে মুখে। এগুলো রচিত হয় কতো কতো দিন আগে, তার সঠিক হিসেবও কারো জানা নেই। এইগুলো শুনে শুনে বড়ো হয় কতো কতো প্রজন্মের কতো জন, তাদের পরে আরো কতো শিশু জন্ম নেয়, বেড়ে উঠতে উঠতে শোনে ওইসব ছড়া, গ্রামবাংলার ঘরে ঘরে। এই ছড়া শুনিয়ে শুনিয়ে খোকাখুকুকে ঘুম পাড়ায় নানী বা দাদী, মা বা খালা বা ফুপু বা অন্য কোনো বয়স্ক আত্নীয়া। ঘুমপাড়ানী যেমন ওইসব ছড়া, তমনি তারা দুরন্ত শিশুর দুরন্তপনা সামালদায়ি, কান্না ভুলানীও। পণ্ডিতেরা মনে করেন, মুখে মুখে জন্ম নেয়া এই ছড়াগুলো ওই মা খালা দাদী নানীদেরই রচনা। শিশু সামলাতে সামলাতে আপন মনের খেয়ালে খেয়ালে তাঁরা গড়েছেন ওইসব ছড়া। পণ্ডিতেরা এই ছড়াগুলোতে গণ্য করেন ‘আদত বাংলা ছড়া’ বলে।