'ক্ষুদে গুলবাজ' বইয়ের ভূমিকা: মিশুৎকা আর স্তাসিকের খেলা বসে বসে আষাঢ়ে গল্প বানানো। কে কাকে ছাড়িয়ে যেতে পারে গুলবাজিতে তাইই দেখার বিষয়। তাদের গুলবাজির লড়াইয়ে কেউ হারে না কেউ জেতেও না। স্রেফ মজা। কিন্তু কী, কেউ কেউ তো আছে যাদের গুলবাজি আসলে স্রেফ মিথ্যাচার, যা অন্যের জন্য ক্ষতিকর। দুইয়ের মধ্যে বিস্তর ফারাক। তাই না? নিকোলাই নোসভ অসামান্য শিশু সাহিত্যিক। তিনি শিশুদের মনে ফুল ফোঁটাতে চান মজা করে, ন্যায়-অন্যায় বোধের চারা পোঁতেন গল্পচ্ছলে। এই বইটি মূল রুশ থেকে আমাদের জন্য অনুবাদ করেছেন ননী ভৌমিক। ছবি এঁকেছে ইভান সেমিওনভ।