এই বইটি লেখার কারণ, ছেলেমেয়েরা সাধারণভাবেই জোগাড় করতে পারে, বাড়তি কষ্ট করতে হয় না বা খুব দাম দিয়ে কিনতে হয় না- এমন উপকরণ ব্যবহার করে বৈজ্ঞানিক প্রজেক্ট যেন বানাতে পারে। যেন ফেলনা জিনিসপত্র দিয়েই একটি এক্সপেরিমেন্ট তৈরি করা যায়। নিজে হাতেকলমে কাজ করে বিজ্ঞানের বিভিন্ন বিষয় যেন বুঝতে পারে। গ্রাম বা শহরের সকল শিক্ষার্থীর কথা মাথায় রেখে প্রজেক্টগুলো তৈরি করা হয়েছে। বইটি ব্যবহার করে তৃতীয় থেকে দশম শ্রেণির যে-কোনো শিক্ষার্থী বিজ্ঞান প্রজেক্ট তৈরি করতে পারবে। সবার জন্যই এখানে প্রজেক্ট তৈরি করার সুযোগ আছে।