‘খোঁয়ারি’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ আখতারুজ্জামান ইলিয়াসের দ্বিতীয় গল্পগ্রন্থ খোঁয়ারি। ১৯৮২ সালে এই গ্ৰন্থ প্রকাশের পর তিনি বাংলাদেশের প্রথম সারির অগ্রগণ্য কথাসাহিত্যিক হিসেবে স্বীকৃতি পেতে শুরু করেন। এই গ্ৰন্থভুক্ত চারটি গল্পে ইলিয়াস সময়ের ভেতরে থেকেও সময়কে অতিক্রম করা চিরকালের কিছু প্ৰসঙ্গ টেনে এনেছেন—নৈঃসঙ্গ, যৌনতা, বাৰ্ধক্য, মৃত্যু। তাঁর নিজস্ব সময় এই গল্পগুলোতে যথার্থ রুক্ষ শুকনো ভাষায় জীবন্ত-স্থির হয়ে পরিণত হয়েছে বাংলা ভাষার চিরায়ত সম্পদে।
আখতারুজ্জামান ইলিয়াস
আখতারুজ্জামান ইলিয়াস : জন্ম ১২ ফেব্রুয়ারি ১৯৪৩, মৃত্যু ৪ জানুয়ারি ১৯৯৭। অন্যান্য বই গল্পগ্রন্থ অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধভাতে উৎপাত, দোজখের ওম। রচনাসমগ্র ১ম-৪র্থ খণ্ড, উপন্যাস : চিলেকোঠার সেপাই।