খ্যাতিমান সাংবাদিক ও কলাম লেখক নঈম নিজামের নতুন গ্রন্থ ‘খোয়াজ খিজিরের চশমা’। এ বইতে স্থান পেয়েছে মোট ৪১টি রচনা। উঠে এসেছে সমকালীন রাজনীতি, অর্থনীতি, ইতিহাস ও সমাজ-সংস্কৃতির বিভিন্ন প্রসঙ্গ। রয়েছে বাংলাদেশের স্বাধীনতার আগে-পরের ইতিহাসের অনেক অজানা অধ্যায়। কলামগুলো গত এক বছর বাংলাদেশ প্রতিদিনে নিয়মিত ছাপা হয়েছে। লেখকের রচনা-নৈপুণ্য ও ভাষা-সৌকর্য চমৎকার, সুস্পষ্ট। তাঁর প্রতিটি রচনা বহুলপঠিত। নতুন বইটি পাঠকদের মনে ব্যাপক আগ্রহ তৈরি করবে।
নঈম নিজাম
নঈম নিজাম বাংলাদেশের সাংবাদিকতায় একটি উজ্জ্বল নাম। এ দেশের টিভি মিডিয়াকে যারা সফল করে তুলছেন তাদেরও একজন তিনি। গত শতকের আশির দশকের শেষে এবং নব্বই দশকে ছিলেন রাজনৈতিক প্রতিবেদক। কাজ করেছেন ‘আজকের কাগজ’, ‘ভােরের কাগজ’সহ কয়েকটি দৈনিকে। চালু করেন একটি সংবাদ সংস্থা । টিভি এবং প্রিন্ট উভয় গণমাধ্যমে তার সর্বোচ্চ সফলতা। এটিএন বাংলার প্রতিষ্ঠাতা বার্তা সম্পাদকের দায়িত্ব পালনকালে অনেক সৃষ্টিতে যােদ্ধার মতাে অবদান তাঁর। পেশাগত জীবনে সফল অবস্থান থেকে ২০০৬ সালে ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব নেন ‘এসটিভি ইউএস’র । ফখরুদ্দীন, মঈন-ইউর সরকার এই চ্যানেলটি বন্ধ করে দেয়। বর্তমানে বাংলাদেশ প্রতিদিন’-এর সম্পাদক। তাঁর নেতৃত্বে এ পত্রিকা দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক । নতুন সৃষ্টি ও পরিকল্পনায় তার আনন্দ। জীবনের বড় সাফল্য প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় অনেক সাংবাদিক সৃষ্টি। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কাজ করতে গিয়ে তাঁর মনে হয়েছে, মিডিয়ার জন্য আরও অনেক কিছু করার আছে ।