লেখক পরিচিতি মাওলানা এস এম আমিনুল ইসলাম। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নলচিড়া গ্রামে জন্ম। বাবা সেখ আবদুস সালাম মা মােছাম্মত রমিজা খাতুন। পাঁচ ভাইবােনের মধ্যে সবার ছােট আমিনুল ইসলামের লেখাপড়ার হাতেখড়ি বাংলা সাহিত্যাকাশের ধ্রুবতারা মাওলানা মুহিদ্দীন খান রহ. প্রতিষ্ঠিত আনসারনগর মাদরাসায়। পরে রাজধানীর মিরপুরে শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহ.-এর সুযােগ্য খলিফা আল্লামা ইমরান মাজহারী দা.বা.-এর হাত ধরে হাদিসের সর্বোচ্চ সনদ গ্রহণ করেন ২০০৫ সালে। উপমহাদেশের প্রখ্যাত হাদিসবিশারদ শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক ও মুফতি ফজলুল হক আমিনী রহ.-এর কাছ থেকেও টইটম্বুর করেছেন ইলমপিপাসার পেয়ালা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক শ্রেণিতে লাভ করেন ফার্স্টক্লাস ফার্স্ট হওয়ার সৌভাগ্য। স্নাতকোত্তর সমাপ্তির পথে। সাভারের একটি উচ্চতর ইসলামী আইন শিক্ষায়তনে
ফিকহশাস্ত্রের ওপরও গবেষণারত তিনি। ২০০৯ সালে গড়ে তােলে ন প্রকাশনা প্রতিষ্ঠান ‘বইঘর’ । অক্লান্ত পরিশ্রমপ্রসূত ভিন্ন স্বাদের মানসম্পন্ন প্রকাশনার কারণে ইতােমধ্যেই বােদ্ধা ও সাহিত্যানুরাগী হাজারাে মানুষের। প্রাণস্পন্দনে পরিণত হয়েছে বইঘর। তার রচিত ও অনুদিত বইয়ের মধ্যে বাংলার শত আলেমের জীবন কথা The next world অসৎ নারীর পরিণতি কুরআন আপনাকে কী বলে খুতুবাতে হাকীমুল ইসলাম’ ৩ ও ৪ খণ্ড দাস্তানে মুজাহিদ’ (উপন্যাস) উল্লেখযােগ্য। প্রকাশের পথে রয়েছে বেশ কিছু বই। আমিনুল। ইসলাম লেখালেখি ও প্রকাশনার মাধ্যমে শুদ্ধ সমাজ বিনির্মাণের লালিত স্বপ্ন বাস্তবে রূপায়ণের প্রচেষ্টা অব্যাহত রাখতে ও জ্ঞানরাজ্যের কংকরময় মহাসড়কে সাফল্যের। কেতন উড়াতে সকলের দোয়াপ্রত্যাশী।