মিনার আমাদের অমূল্য দিনার---
.
রাকিবুল এহছান মিনার, এই সময়ের প্রতিশ্রুতিশীল একজন তরুণ। বিভিন্ন সময়ে তার কবিতা, গীতিকবিতা আমি পড়েছি। তার গীতিকবিতা’র গান শুনেছি। মিনারের সবচেয়ে বড়ো শক্তি দু’টি— ক) অদ্যম প্রচেষ্টা এবং খ) সমসাময়িক প্রাসঙ্গিকতা।
.
চলমান দাহকালের অন্তরালে লুকিয়ে থাকা বেদনাকে তিনি সাবলীলভাবে তুলে আনেন সিদ্ধ চাষীর মতো। নিরন্তর লেগে থেকে নিজস্ব বিশ্বাসকে প্রকাশ করার দুঃসাহস রাকিবুল এহছান মিনারের মধ্যে আছে। ২০২৩ সালের বইমেলায় তিনি লিখেছিলেন কবিতার বই। এবার এসেছে গল্প। গল্পগুলোতে জীবনবোধকে তুলে আনার চেষ্টা করেছেন তিনি।
.
কবি আল মাহমুদের ভাষায়— ‘জীবনে জীবন যোগ করাই হলো সাহিত্য।’ সেই সংযোগ করার কাজটি দারুণভাবে করছেন তিনি। আমি রাকিবুল এহছান মিনার-এর সার্বিক সফলতা কামনা করছি। তার লেখার তীক্ষ্মতায় সমাজের ক্ষতগুলো উঠে আসুক, এই অন্তহীন প্রত্যাশা থাকল।
.
আমিরুল মোমেনীন মানিক
ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক,
লেখক ও জীবনমুখী গানের শিল্পী
রাকিবুল এহছান মিনার
ছড়াকার রাকিবুল এহছান মিনার-এর জন্ম ১৯৯৫ সালের ১ জুলাই ফেনী জেলার দাগনভূইয়া উপজেলার ৮ নং জায়লস্কর ইউনিয়নের পূর্ব রামচন্দ্রপুর গ্রামের ভূইয়া বাড়ীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম সমৃদ্ধ জেলা ফেনী। কবি নবীনচন্দ্র সেনের জেলা হিসেবে পরিচিত এ জেলায় জন্মগ্রহণ করেছেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ্ কায়সার, সিরাজুল হক খান, সেলিনা পারভিন, জহির রায়হান ও নাট্যকার সেলিম আল দীন-সহ অনেক দেশবরেণ্য ব্যক্তিত্ব। . সাহিত্য সংস্কৃতির এই উর্বর ভূমিতেই গত শতাব্দীর বিদায়ের ক্ষণে এসে জন্ম হয় বর্তমান সময়ের উদীয়মান তরুণ কবি ও গীতিকার রাকিবুল এহছান মিনারের। আর পাঁচজন সাধারণ ছেলের মতোই আবাহমান গ্রাম বাংলায় জন্মগ্রহণ করা ও বেড়ে ওঠা এ ছেলেটির মা-বাবাও হয়তো ভাবতে পারেননি, তারা কেমন একজন আলোকিত মানুষের জন্ম দিয়েছেন ও বেড়ে তুলেছেন। তারা কি জানতেন? একদিন তাদের জন্ম দেওয়া সেই ছোট্ট শিশুটি বড়ো হয়ে তার কাব্য প্রতিভায় আলোকিত করবে দেশ ও জাতি। তার লেখনীতে আলোর পথ খুঁজে পাবে পথহারা মানুষেরা। নতুন ভোরের স্বপ্ন দেখতে পাবে দুঃস্থ অসহায় ও মাজলুম মানুষেরা। . অতি যতনে বাবা-মা যার নাম রেখেছিলেন রাকিবুল এহছান মিনার। আজ যেন সেই নামেরই প্রতিফলন তার ব্যক্তিচরিত্রে পরিলক্ষিত হচ্ছে। মহান আল্লাহর একটি গুণবাচক নাম ‘ইয়া রাকিবু’ থেকে নেওয়া রাকিব নামটি। পিতা মজিবল হক পেশায় একজন স্কুল শিক্ষক ও মাতা রাশেদা আক্তার লিপি পেশায় গৃহিণী। ছোট বেলা থেকেই ছন্দের প্রতি এক গভীর টান অনুভব করেন ছড়াকার রাকিবুল এহছান মিনার। একমাত্র চাচা জামাল উদ্দিন শিশুদের সাথে মজার ছলেই ছন্দে ছন্দে কথা বলতেন, তাই কবির ছন্দ ও অন্ত্যমিলের প্রাথমিক শিক্ষক তার চাচা-ই। তাছাড়া কবি’র পিতা ও চাচা দু’জনই সাহিত্যের প্রতি অনুরাগী এবং তারা উভয়ই অনেক কবিতা লিখেছেন।
পড়ালেখায় তিনি সিলোনিয়া হাই স্কুল থেকে ২০১০ সালে মাধ্যমিক ও ফেনী সরকারি কলেজ থেকে ভালো ফলাফল অর্জনের মধ্য দিয়ে ২০১২ ও ২০১৫ শিক্ষাবর্ষে যথাক্রমে উচ্চমাধ্যমিক ও স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি জীবিকার তাগিদে প্রবাসে অবস্থান করছেন। ‘নিজকে গড়ো’ তার এ প্রাথমিক বইটি তিনি প্রবাসে বসেই লিখেছেন।
মানবিক আদর্শে উজ্জ্বীবিত ছড়াকার রাকিবুল এহছান মিনার মনে প্রাণে একজন মানবতার কর্মী। তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন বঞ্চিত অসহায় মানুষের কল্যাণে। বিশেষ করে পথশিশুদের জন্য তিনি সুদূর প্রবাস থেকেও কাজ করে যাচ্ছেন, প্রতিষ্ঠা করেছেন ‘পথের ফুল ফাউন্ডেশন’। ফাউন্ডেশনটি মানবতার সেবায় সর্বদা কাজ করে যাচ্ছে নিঃস্বার্থভাবে। তিনি বিশ্বাস করেন মানুষকে ভালোবাসার মাঝেই প্রকৃত সুখ বিদ্যমান এবং গরীব অসহায় মানুষদের নিয়ে কাজ করার মাঝে যে তৃপ্তি রয়েছে তা জগতের অন্যকিছুতে নেই।
দেশব্যাপী মানবতার কল্যাণে কাজ করা ‘পথের ফুল ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা এ কবি নিয়মিত সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে নিজের এহছান নামের প্রতি যেমন সুবিচার করে যাচ্ছেন, তেমনই বর্তমান বাংলা সাহিত্যাঙ্গনে সে সাহিত্যের উচ্চ মিনারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তার লেখনীর মাধ্যমে। . অপসংস্কৃতি ও পশ্চিমা শিক্ষাব্যবস্থার প্রভাবে আমাদের দেশের ছাত্র যুবসমাজ যখন অশ্লীলতা বেহায়াপনা ও মাদকতার দিকে ক্রমবর্ধমানহারে ঝুঁকে যাচ্ছে, তখন কবি রাকিবুল এহছান মিনার নিয়মিত তার গান কবিতার মাধ্যমে তাদের আলোর পথে আহ্বান করে যাচ্ছেন। শুধুমাত্র নিজের কাব্য রচনায় সীমাবদ্ধ না থেকে লেখালিখিতে আগ্রহী তরুণদেরকে ব্যক্তিগত প্রচেষ্টায় কাব্য রচনায় নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন তিনি। . ব্যক্তি জীবনে তিনি একজন প্রবাসী। নিজের প্রতিভার স্বাক্ষর শুধু কলমের মাঝেই নয়, নিজের কর্মক্ষেত্রেও রেখেছেন। বর্তমানে তিনি সৌদি আরবের একটি স্বনামধন্য কোম্পানীতে ‘পরিমাণ পরিমাপক’ পেশায় সুনামের সহিত নিয়জিত আছেন। . সাহিত্যকর্মে নিয়মিত অবদান রেখে যাওয়া এই তরুণ কবির ইতোমধ্যে কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। কাব্যগ্রন্থগুলো হলো— নিজকে গড়ো, চেহারায় মানুষ, ছন্দে গাঁথা বারুদ, হৃদয়ের অগ্ন্যুৎপাত ও প্রিয়তমা—তোমাকে যেভাবে চাই।