লীলাবতীর সত্যের বিপরীতে পুরো পৃথিবীই সমান। তবে কি লীলাবতীর ফুরিয়েছে জীবনতৃষ্ণা? ভালোবাসার অপমান তাকে করেছে বিমুখ জীবন হতে? কিন্তু তা তো নয়-এতো সব মানুষের ভালোবাসার পাথেয় নিয়েও তো বেঁচে থাকা যায় অযুত বছর! সত্যের সন্ধানে তবে কেন এই জীবনত্যাগী নেশার ঘোর? যাকে সত্য জেনে হেঁটে যেতে চায় জীবনের ওপার, সেই কি একক অনন্য সত্য? একক কোনো সত্য কি সত্যি আছে এ পৃথিবীতে? না-কি কেবল একরোখা জেদ এ সত্যের সন্ধান?