অনলাইনভিত্তিক উন্মুক্ত সাহিত্য মঞ্চ জলছবি বাতায়নের (jalchhabibatayan.com) নিয়মিত লেখক-কবিদের নির্বাচিত গল্প ও কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে জলছবি বাতায়ন সাহিত্য সংকলন ‘খোলা জানালা’। বইটিতে বিভিন্ন লেখকের মোট ৮টি গল্প ও ৪১টি কবিতা স্থান পেয়েছে।
নাসির আহমেদ কাবুল
Overall Ratings (0)