"খোকা ও একটি হাঁস" বইটি শিশুদের জন্য দুটি শিক্ষনীয় গল্পের সমহ্নয়ে সাজানো হয়েছে। খুব সহজ ভাষা ব্যবহার হওয়ায় শিশুদের জন্য বইটি খুবই উপযোগী। বইটির গল্পদুটিতে অন্য প্রানীর প্রতি একটি শিশুর প্রবল ভালবাসার ব্যপারটা দেখানো হয়েছে।অপরপক্ষে দ্বিতীয় গল্প একটি শিশু বাবা মায়ের সাথে সুন্দরবন বেড়াতে এসে হারিয়ে যায়। তারপর শিশুটিকে বাঘের কবল থেকে রক্ষা করতে এগিয়ে আসে হরিন ও বানরের দল। এই মানব শিশুর প্রতি বন্য পশুর মমত্যবোধ যা চমইকার ভাবে ফুটে উঠেছে বইটিতে।উল্যেখ্য বইটি কয়েকটি কিন্ডারগার্টেন স্কুলে সহপাঠ্য হিসাবে শিশুদের পড়ানো হচ্ছে।