কবিতা অনুভবের দংশন । শব্দের হুল খাবলে ধরে ভাবনাকে । জন্ম নেয় শব্দের দ্যুতি, যার অন্য নাম কবিতা । অপূর্ব চৌধুরী'র প্রথম কাব্যগ্রন্থ খেয়ালি প্রহর এমনসব দংশনের শব্দমালা । বাংলা কবিতায় বিষয় ভিত্তিক কাব্যগ্রন্থ বলতে গেলে নেই । গদ্যের মতো কাব্য ধারাতেও অপূর্ব চৌধুরীর নতুন ধারার সংযোজনা এই বিষয় ভিত্তিক কবিতা । আটটি বিষয়ে পঞ্চাশটি কবিতার একমুঠো কাব্য নিয়ে খেয়ালি প্রহর । জীবন এবং প্রকৃতি তার মূল বেদি, সময়ের যাতনা তার আধেয় । চা এবং বৃষ্টির মতো বৈচিত্র্যময় কবিতার পাশে জীবনবোধের তাড়নায় দর্শনের মনোবীক্ষণে মানুষ, বন্ধুত্ব এবং সময়কে ধারণ করে কবিতার বিন্যাস । সহজ ভাষা, ভান-শূন্য অভিব্যক্তি, বোধের গভীরতায় সরল প্রকাশ কবিতাগুলোর বৈশিষ্ট্য । কাব্য যখন পাঠক থেকে ছুটে গিয়ে লিখিয়েদের ঝোলায় আশ্রয় নিয়েছে, অপূর্ব চৌধুরীর খেয়ালি প্রহর পাঠকের কাছেই সহজ বুননে প্রকাশের ডালপালা মেলেছে । জীবন চালাতে কবিতা নয়, জীবন আছে বলেই কবিতা হয় ।
অপূর্ব চৌধুরী
অপূর্ব চৌধুরী। চিকিৎসক, কথাসাহিত্যিক ও বিজ্ঞান লেখক। জন্ম, বেড়ে ওঠা এবং ছাত্রজীবন বাংলাদেশে। উচ্চতর পড়াশোনা ইংল্যান্ডে। বর্তমানে বসবাস লন্ডনে। পেশায় চিকিৎসক এবং বিজ্ঞানী, বোধের চর্চায় লেখক। ভালোবাসেন মিনিমালিজম। দর্শন, মনস্তত্ত্ব , ইতিহাস, বিজ্ঞান এবং সাহিত্য প্রিয় বিষয়। ভালো লাগে ভ্রমণ এবং ক্যাম্পিং। সাঁতার, লন টেনিস প্রিয় স্পোর্টস। শখের ছবি তোলেন। পাখি, ফুল এবং প্রকৃতি পছন্দ করেন। অবসরের আনন্দ হাইকিং, ট্র্যাকিং, মাউন্টেনিয়ারিং। বাংলা এবং ইংরেজিতে পত্রিকা ও জার্নালে নিয়মিত লিখেন। এ যাবত ৯ টি গ্রন্থের প্রকাশ। উল্লেখযোগ্য বই- অনুকথা সিরিজ, জীবন গদ্য, খেয়ালি প্রহর, বৃত্ত, ভাইরাস ও শরীর এবং রোগ ও আরোগ্য ।