ঝোড়ো হাওয়া আর উদ্দেশ্যহীন দোদুল্যমানতায় ডুবে থাকাকে কী আর জীবন বলে, বলুন? জীবন তো পাখির মতো। ডানা মেলে উড়ে বেড়াব আকাশ থেকে আকাশে, দিগন্ত থেকে দূর দিগন্তে। ক্লান্তি পেলে দু-দণ্ড জিরিয়ে নিয়ে ফের পথচলা। সিদরাতুল মুনতাহ; এরপর জান্নাতুল ফিরদাউস—সে অনেক পথ। অনেক প্রতিবন্ধকতা। তবু আশা হারাই কেন? যিনি মাশরিক থেকে মাগরিব তক রাজত্ব বিছিয়েছেন, যিনি দৃশ্য থেকে অদৃশ্যের মাঝে সূক্ষ্ম প্রাচীর বেঁধেছেন, যিনি অতল সমুদ্র গহ্বর চিরে নোনা পানির স্রোত বইয়েছেন, যিনি অনন্ত মহাশূন্যে সু-উজ্জ্বল গ্রহরাজির ঘর বানিয়েছেন—তিনি তো আমাকে ভুলে যাননি। তিনি তো অভিমানে মুখ ফেরাননি। তবে আমি কেন ফিরলাম, ভুললাম চেনা পথের গণ্ডি? কি ভাবনারা আসন গেড়েছে বুঝি? তাই যদি হয়, তবে ফিরে আসাই কি বুদ্ধিমত্তার পরিচয় নয়? তাহলে চলুন না, সফলতার সোনালি সোপানে চড়ে ফিরে যাই সেই পথে। সিরাতুল মুস্তাকিমের পথে।