ব্রাইনি বিচে খেলছিল ভায়োলেট, ক্লাউস ও সানি বদলেয়ার। তিন ভাইবোন। হঠাত্ কুয়াশা ভেদ করে রহস্যময় এক মূর্তিকে এগিয়ে আসতে দেখা গেল। ভয়ে চিত্কার জুড়ে দিল ছোট্ট সানি। আঁতকে উঠল ক্লাউস। বদলেয়ার ভাইবোনদের জীবনে এভাবেই শুরু হলো রোমাঞ্চকর ও ভয়াবহ এক দুঃস্বপ্ন। মুক্তি মিলবে কি তাদের?
ভায়োলেট, ক্লাউস আর সানি বদলেয়ার। ছোট তিন ভাইবোন। হেসেখেলে বেশ সুখেই কাটছিল দিন। আকস্মিক এক দুর্ঘটনায় মা-বাবাকে হারাল তারা। হারাল নিজেদের বাড়িঘর, বইপত্র, খেলনা—সবকিছু। চরম দুর্ভাগ্য নেমে এল তাদের জীবনে। শুরু হলো ভয়াবহ দুঃস্বপ্নের দিন। এ হাত সে হাত ঘুরে অবশেষে আশ্রয় জুটল সাক্ষাত্ এক খ্যাপাটে শয়তানের আস্তানায়। তার খপ্পর থেকে বাঁচার একমাত্র উপায় বুদ্ধির খেলা। শুরু হলো তিন ভাইবোনের রোমাঞ্চকর অভিযান। শেষ পর্যন্ত কি তারা বাঁচতে পারবে? উদ্ধার করতে পারবে নিজেদের সহায়-সম্পত্তি? বুদ্ধি দিয়ে কি হারাতে পারবে খ্যাপাটে শয়তানকে?