এ এক অদ্ভূত জগৎ! এই অদ্ভূত জগতে কোনো স্বাভাবিক মানুষ বাস করে না! ঘুরে বেড়ায় বিভিন্ন ধরনের মানসিক ভারসাম্যহীন মানুষ। কেউ অল্প অসুস্থ, কেউ বেশি! আবার কেউ বা সাইকো! নিশুতিরাতে আচমকা ভেসে আসে তাদের চিৎকার! এমনই এক গা ছমছমে, অস্বাভাবিক পরিবেশে আচমকা একের-পর-এক খুন হতে থাকেন সাইকিয়াট্রিস্ট এবং নিউরোলিজিস্টরা! সিআইডি সমস্যায় পড়ে! মানসিক রোগীদের মানবিকতার খাতিরে কড়া জেরাও করা যায় না। ওদিকে এই খুনের প্রত্যক্ষদর্শীরা মানসিক রোগী! কীভাবে তাদের পেট থেকে কথা বের করা সম্ভব? এই খুনের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে বাচ্চা ছেলে কুক্কু। সমস্ত প্রমাণ, তার অস্বাভাবিক আচরণ বারবার তাকেই 'খুনি' বলে সাব্যস্ত করে। কিন্তু সত্যিই কি কুক্কুর সঙ্গে এই খুনের আদৌ কোনো সম্পর্ক আছে? কেন খুন হচ্ছেন ডাক্তাররা? এ রহস্যভেদে নামলেন অফিসার অধিরাজ ব্যানার্জি! শেষপর্যন্ত কি খুঁজে পাওয়া যাবে আসল খুনিকে? এই রহস্যের আলো-আঁধারি নিয়েই গড়ে উঠেছে 'খ্যাপা খুঁজে খুঁজে ফেরে'।