দেশটির নাম ক্যাম্বোডিয়া। বেশ কয়েক দশক আগে যার নাম ছিলো কাম্পুচিয়া। সেই দেশটির অন্যতম প্রধান অধিবাসী জাতির নাম খেমার।
হাজার বছরের ঐতিহ্যের ধারক জাতিটি ফরাসী ঔপনিবেশিকতা কাটিয়ে, রাজতন্ত্র ছাড়িয়ে হয়ে উঠেছিল গণতান্ত্রিক রাষ্ট্র। আর সেখান থেকেই জেগে ওঠে সমাজতন্ত্র। খেমার নামের সাথে মিল রেখে গড়ে ওঠে খেমার রুজ নামের একটি সমাজতান্ত্রিক বিপ্লবী দলের। তারা পতন ঘটিয়ে ছিলো গণতন্ত্রের। অতঃপর তাদের পরাজিত করে ইতিহাস।
দেশটির ইতিহাসের পাতায় রচিত আছে এক আলোকিত আলোচিত হিরন্ময় ঐতিহ্য ধারা। আবার সেই ইতিহাস হয়ে ওঠে একেবারে নিষ্প্রভ।
এই খেমার জাতিই হাজার বছর আগে গড়ে তুলেছিল পৃথিবীর বৃহত্তম মন্দির এংকর ওয়াট। সৃজিত করে নতুন রাজ্য খেমার রাজ্য। একবিংশ শতাব্দির এই বর্তমান থেকে পর্যবেক্ষন ছিলো সেই প্রাচীন রাজ্যের ইতিহাসের প্রতি। ছিলো ইতিহাসের এক কালো বাহিনী খেমার রুজের বর্বরতার চাক্ষুস সত্যতার পর্যালোচনা।
পৃথিবীর সব যন্ত্র, মন্ত্র, তন্ত্রের ভিড়ে দুমড়ে মুচড়ে গড়ে ওঠা আজকের ক্যাম্বোডিয়াকে দেখা পরিবর্তিত সময়ের চোখে। আর তা নিয়ে লেখা "খেমারদের দেশে "।