খ্যাতিমানদের শৈশবও হয় রঙিন ও বৈচিত্র্যপূর্ণ। কিংবা বলা যায় একজন খ্যাতিমানের শৈশব কেমন হয় এবং তখনই কি বোঝা যায় তিনি খ্যাতিমান হবেন। বৈচিত্র্যের ঢালি নিয়ে এ বইটি সবার মন কাড়বে। মনে হবে সবাই গল্প পড়ছেন অথচ এগুলো স্রেফ বাস্তব ঘটনা। খ্যাতিমানদের শৈশব পড়ে ওভাবে গড়ে তুলতে পারেন আপনার সন্তানের শৈশবও।
স্বকৃত নোমান
স্বকৃত নােমান প্রতিশ্রুতিশীল ঔপন্যাসিক। জন্ম ১৯৮০ সালের ৮ নভেম্বর, ফেনীর পরশুরাম উপজেলার বিলােনিয়ায়। জ্ঞান অন্বেষণ ও শিল্পসৃষ্টিকে জীবনের প্রধান কাজ মনে করেন। স্বভাবে অন্তর্মুখী, আবেগপ্রবণ, যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক। রাজনটী উপন্যাসের জন্য এইচএসবিসি-কালি ও কলম কথাসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তার উপন্যাস বেগানা, হীরকডানা ও কালকেউটের সুখ পাঠকনন্দিত। বর্তমানে তিনি সাপ্তাহিক সংবাদ ম্যাগাজিন এই সময়-এর সহযােগী সম্পাদক হিসেবে ঢাকায় কর্মরত। স্ত্রী নাসরিন আক্তার নাজমা ও মেয়ে নিশাত আনজুম সাকিকে নিয়ে তার ব্যক্তিগত জীবন ।