মুসলিম বাহিনীর অবস্থা ভীষণ নাজুক! তৃতীয় প্রধান সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহাও মৃত্যু বরণ করেছেন! তার হাত থেকে খসে পড়েছে মুসলিম বাহিনীর পতাকা! এ মুহূর্তে বাহিনীর সেনাপতি কে হবে, কে বহন করবে বাহিনীর সার্বিক কমান্ড !
কে নেতৃত্ব দিয়ে রক্ষা করবে এই নাজুক পরিস্থিতি থেকে মুসলিম বাহিনীকে! কে হাতে তুলে নেবে পতাকা! মুসলিম বাহিনী কি এখানেই নির্মূল হয়ে যাবে আজ?