বালিকা বিদ্যালয়ে কত যে বছর নীরবে গিয়েছে ক্ষয়ে গোলাপ পকেটে বিদ্যালয়ের আড়ালে এসে শুধু তীর্থের কাকের মতন দাঁড়িয়ে প্রেমিক বেশে
স্কুলের উদ্দেশ্যে প্রভাতে সমুখে হেঁটে যাও স্কুল ড্রেসে যখনি তোমায় ডাকি পিছু ডাক সাহসী হয়ে তখনেই কেন জানি থেমে যাই কী এক অজানা ভয়ে।
পিছু ডাক শুনে দূরে সহসা পথেই থমকে দাঁড়াও ঘুরে লুটোপুটি খায় হাজারো শরম নয়নে এসে যখনি সমুখে হেঁটে আসো তুমি শুধু মৃদু হেসে হেসে।
ফজলুর রহমান বকুল
Overall Ratings (0)