কবি ও গল্পকার দেলােয়ার হােসেন নানা প্রতিবন্ধকতার মধ্যেও লিখে চলেছেন। ষাট দশকের শেষদিকে লেখালেখি শুরু হলেও ১৯৯৫ সাল থেকে নিয়মিত লিখছেন তিনি। তার সব লেখার ভাষা খুবই সাবলীল ও প্রাঞ্জল। ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস ও নাটক লেখেন তিনি। লেখক বাংলাদেশ টেলিভিশনের একজন প্রথম শ্রেণির গীতিকার এবং আর্টিস্ট। দেশের প্রতিটি শিশু-কিশাের পত্রিকায় বহুমাত্রিক এই লেখকের লেখা নিয়মিত প্রকাশিত হচ্ছে। ছােটদের পাশাপাশি বড়দের জন্যও কবিতা ও গল্প লেখেন তিনি। শিশুসাহিত্যের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন ‘অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার' এবং অন্যধারা সাহিত্য সংসদ স্মারকপত্র। কবি ও গল্পকার দেলােয়ার হােসেন মাগুরা জেলার শ্রীপুর থানাধীন দ্বারিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকাস্থ করিমিয়া প্রেসে চিফ আর্টিস্ট পদে কর্মরত আছেন।