ফ্ল্যাপে লিখা কথা আমাদের আশ-পাশের ছোটোখাটো জিনিসপত্র-বই-খাতা, কালি-কলম,ঘড়ি, চশমা, আলপিন এমন কী ঘরবাড়ি থেকে শুরু করে ভাষা-সাহিত্য, শিল্প-সংস্কৃতির স্থান -কাল-পাত্র সম্পর্কে শিশু-কিশোর থেকে সব বয়সের মানুষেরই প্রশ্ন রয়েছে।
দৈনন্দিন জীবনেও আমরা কত কিছুই না ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের কি সব কিছুরই উৎসমূল জানি? হয়তো জানি অথবা জানিও না। এই জানা-অজানা থেকেই কে, কী, কবে , কোথায়,কেমন করে,.. ইত্যাকার প্রশ্নের জবাব খুঁজতেই বিজ্ঞানভিত্তিক আলোচনা হয়েছে এ গ্রন্থে।