ফ্ল্যাপের কিছু কথাঃ শহরের নামকরা এক কফি শপে অপেক্ষা করছে বেকার নীলু। বন্ধু রূপম ইচ্ছে করেই দেরি করছে আজ। তার ধারণা তাতে নীলু কফি শপটা ভালভাবে লক্ষ্য করবে। কেননা রূপম তার মামার এই কফি শপে নীলুকে ম্যানেজারের চাকরি দিয়ে চমকে দিতে চায়। অথচ লেখক নীলু তাকিয়ে আছে বৃষ্টির দিকে। হঠাৎ ও দেখতে পায় গোলাপী রঙের ছাতা মাথায় দিয়ে আকর্ষণীয় ফিগারের একটি মেয়ে খুব দ্রুতগতিতে রাস্তা পার হয়ে কফি শপের দিকেই আসছে। মনে আশার আলো জাগে তার যাক, কিছুক্ষণ অন্তত মেয়েটির দিকে তাকিয়ে চোখ জুড়ানো যাবে। ছাতা বন্ধ করার পর দেখতে পেলো মেয়েটি তারই ছোট বোন রিনি। রিনিকে কেন্দ্র করেই এ উপন্যাসের কাহিনী বিধৃত হয়েছে। একে-একে ৪/৫ জন বয়ফ্রেন্ড পরিবর্তন করে অগ্রজ ভ্রাতার বিদ্বান-বন্ধু সুমনতকে তার বা যেয়ে প্রেম নিবেদন করে রিতীমতো সবাইকে চমকে দিয়েছিল। কিছুদিন পর ... পেশায় অধ্যাপক সুমন্ত এক সেমিনারে যোগ দিতে ব্যাঙ্গালোর যায়- এয়ারপোর্ট যেয়ে সী অফ পর্যন্ত করে আসে রিনি। সেই রিনিই আবার সুমন্তর অনুপস্থি
নিজের ইচ্ছামাফিক দিনে বাবা এবং একমাত্র ভাই উপস্থিত থাকতে পারবে না জেনেও নিজেই বিয়ের তারিখ ঠিক করে নেয় রিনি। কিন্তু যখনই জানতে পারে তার বিয়ের আগেই ফিরে আসছে সুমন্ত তখন মেকি আধুনিকতার আবরণে মোড়া রিনি ছুটে আসে নীলুর কাছে। সুমন্ত যেনো তার বিয়েতে না আসে সে ব্যবস্থা নিতে। কিন্তু নীলু তাকে রাজী হয় না।
রিনি বাবা এবং দাদা কলকাতার বাইরে তাই তার মায়ের অনুরোধে তিন বন্ধু রাজী হয় সঞ্জয়দের ভাগলপুরের বাড়ি যেতে। সঞ্জয়দের বাড়ী থেকে ফেরার দিন রিনির বান্ধবী টুলটুল সঙ্গী হয় তিনি বন্ধুর। পথিমধ্যে ঘটনা মোড় নেয় অন্যদিকে। জন্ম নেয় নতুন এক রূপকথার।
সব কাহিনীর মালা নিপূণভাবে একই সূতোয় গেঁথেছেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাকার সুনীল গঙ্গোপাধ্যায়।
সুনীল গঙ্গোপাধ্যায়
একজন বাঙালি পাঠক হয়ে সুনীল গঙ্গোপাধ্যায়কে এড়িয়ে যাওয়া ভীষণ শক্ত। প্রথম আলো থেকে নীরা, কবিতা থেকে গল্প,উপন্যাস, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, ছোটগল্প, দুহাতে লিখেছেন।কেবল লিখেছেন বললে ভুল হবে! লিখেছেন, আলোচিত হয়েছেন,সমালোচিত হয়েছেন কিন্তু অসংখ্য পাঠকের হৃদয়ে থেকেছেন। অসংখ্য পাঠক তাকে তুলে নেয়, পাঠ করে।
সুনীল গঙ্গোপাধ্যায় একজন প্রথিতযশা বাঙালি সাহিত্যিক। ২০১২ খ্রিষ্টাব্দে মৃত্যুর পূর্ববর্তী চার দশক তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসাবে সর্ববৈশ্বিক বাংলা ভাষার জনগোষ্ঠীর কাছে ব্যাপকভাবে পরিচিত ছিলেন।
জন্ম: ৭ সেপ্টেম্বর, ১৯৩৪, ফরিদপুর জেলা
মারা গেছেন: ২৩ অক্টোবর, ২০১২, কলকাতা, ভারত
স্বামী বা স্ত্রী: স্বাতী বন্দ্যোপাধ্যায় (বিবাহ. ১৯৬৭–২০১২)
সন্তান: সৌভিক গঙ্গোপাধ্যায়
উল্লেখযোগ্য পুরস্কার: আনন্দ পুরস্কার (১৯৭২, ১৯৮৯); সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৮৫)
কুইজ: সুনীলের লেখা প্রথম বই কোনটি?