সূচিপত্র * বাঘ ও বক * শিকারী কুকুর * দাঁড়কাক ও ময়ূরের পালক * সাপ ও কৃষক * ঘোড়া ও মহিষ * বাঘ ও বেড়ার বাচ্চা * কুকুর ও ছায়া * সিংহ ও ইঁদুর * মাছি ও মধুর কলসি * কুকুর, মোরগ ও শিয়াল * কচ্ছপ ও ঈগলপাখি * বাঘ ও পালিত কুকুর * শিয়াল ও কৃষক * রাখাল ও বাঘ * কাক ও জলের কলসী * খরগোশ ও কচ্ছপ * পেট ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ * একচক্ষু হরিণ * দুই পথিক ও ভালুক * সিংহ, গাধা ও শিয়ালের শিকার * বৃদ্ধা ও চিকিৎসক * নেকড়ে বাঘ ও ভেড়ার পাল * গৃহস্থ ও তার ছেলেরা * লেজহীন শিয়াল * ঘোড়া ও মানুষ * খরগোশ ও ব্যাঙ * কৃষক ও কৃষকের ছেলেরা * কৃষক ও সারস * পথিকগণ ও বটবৃক্ষ * খরগোশ ও শিকারী কুকুর * কুড়াল ও জলদেবতা * নেকড়ে বাঘ ও ভেড়া * কুকুরের কামড় খাওয়া মানুষ * শিকারের ভাগ * কৃপণ * ষাঁড় ও মশা * কুকুর ও ঘোড়াগণ * মাটির পাত্র ও কাঁসার পাত্র * চোর ও কুকুর * রোগী ও চিকিৎসক * সারসী ও তাহার সন্তানগণ * লবণবাড়ী বলদ * পথিক ও কুড়াল * ঘোড়া ও গাধা * হরিণ * সিংহ,ভালুক ও শিয়াল * টাকা ও পরচুলা * সিংহ ও তিন ষাঁড় * সিংহ, শিয়াল ও গাধা * জ্যোতির্বিজ্ঞানী * সিংহের চামড়াপরা গাধা * বাঘ ও ছাগল
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সমাজ সংস্কার, শিক্ষাবিস্তার, দয়াদাক্ষিণ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (১৮২০-৯১) অবিস্মরণীয় ভূমিকার কথা মনে রেখেও রবীন্দ্রনাথ বলেছিঠেন, ‘তাঁহার প্রধান কীর্তি ভঙ্গভাষা’। তিনিই বিদ্যাসাগরকে ‘বাংলাভাষার প্রথম যথার্থ শিল্পী’ বলে অভিহিত করে বাংলা গধ্যে তাঁর দানের বিস্তার পরিচয় তুলে ধরেছিলেন। মূল হিন্দি অবলম্বনে বেতালপঞ্চবিংশতি (১৮৪৭) লিখে বাংলাসাহিত্যে বিদ্যভসাগরের যাত্রা শুরু। এরপর তাঁর অনুবাদমূলক সাহিত্যকর্ম শকুন্তলা (১৮৫৪) কালিদাসের অভিজ্ঞানশকুন্তল নাটক এর অবলম্বন। তবে বিদ্যাসাগর সংস্কৃত নাটককে বাংলায় আখ্যানের রূপ দিয়েছেন মূলে সাতটি অঙ্ক অনুবাদে সাতটি পরিচ্ছেদের রূপ নিয়েছে। মূলে যা ক্রিয়ামূলক, অনুবাদে তা বিবৃতিমূলক, সংলাপ উভয়ই আছে। তবে তার চেয়েও বড়ো পরিবর্তন করেছেন রুচি ও বাস্তবতার বিবেচনায়। কালিদাসের কালে রাজসভায় যে-আদিরসের জোগন সংগত এমনকী আবশ্যিক মনে হতো, উনিশ শতকের পাঠকসাধারণের জন্যে বিদ্যাসাগর তা রুচিকর বিবেচনা করেন নি। ফলে, মূলে যা প্রকট, তা কখনো আভাসে প্রকাশিত, কখনো বর্জিত। এইজন্যে সমালোচকেরা বলেন, কালিদাসের দুষ্মন্ত যেখানে কামুক, বিদ্যাসাগরের দুষ্মন্ত সেখানে প্রেমিক। সংসারানভিজ্ঞা শকুন্তলার ব্রীড়াবনত ভাবটাও বাংলায় চমৎকার ফুঠে উঠেছে।