শুরুতেই আরএন-এর বিবেচনায় ছিল কাদের উদ্দেশ্যে, কেন এই গ্রন্থ লিখতে হবে। মাধ্যমিক পাস বা তার নিচের পাঠকদের কথা মাথায় রেখেই তিনি এই গ্রন্থ লেখায় অগ্রসর হন। এক্ষেত্রে আরএন মূল ক্যাপিটাল গ্রন্থে অনুসৃত ক্রমানুবর্তিতা কঠোরভাবে অনুসরণ করেছেন। তারা বলছেন, ক্যাপিটাল গ্রন্থের তেলেগু অনুবাদ ও ইংরেজি অনুবাদ তারা বহুবার পড়েছেন, এই প্রাথমিক পাঠও তারা বারবার পড়েছেন এবং সময় পেলে এখনও পড়েন, তবুও যতবার পড়েন মার্কসের এই মহাকৃতি ততই সহজ হয়ে আসে। তাহলে একজন নতুন পাঠকের জন্য ক্যাপিটাল গ্রন্থ আত্মস্থ করতে কীভাবে এবং কোন্ পদ্ধতিতে অগ্রসর হতে হবে? এটা এক বিশাল প্রশ্ন।
রঙ্গনায়াকামা
Title :
কার্ল মার্কসের ক্যাপিটাল প্রাথমিক পাঠ প্রথম খন্ড