জীবনের সাথে কবিতার বন্ধনে একটি উচ্চারিত নাম শেখ নজরুল। সেই বন্ধনের বহি:প্রকাশ তার চারটি কাব্য গ্রন্থ, যার প্রতিটি পাঠক মহলে নন্দিত হয়েছে। “কার ঘাড়ে কে চড়ে” ছড়া গ্রন্থটির প্রতিটি ছড়া একটি ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। আশা করি পূর্বের মতই এই গ্রন্থটিও পাঠক মহলে ব্যাপকভাবে সমাদৃত হবে।