The ethnic conflict in Bosnia shocked the world. Most people were taken aback that a part of Europe could return to such a degree of hatred and calculated violence indicating that the lessons of the Second World War, in particular, the ethnic cleansing of minorities and Holocaust horrors, have been ignored and that these evils are very much in the cards even today. This book is about the way the Bosnian conflict generated, the role of Britain and France in it, and above all, its lessons for Muslims the world over. The author contends that this conflict was not unique, that similar conflicts have taken place in the past two centuries, and unfortunately, may take place in the next century too if the issues are not addressed in a constructive manner. Though the author addresses Muslims in particular, the subject matter ought to be of concern to all.
সৈয়দ শামসুল হক
সৈয়দ শামসুল হক (২৭ ডিসেম্বর ১৯৩৫ - ২৭ সেপ্টেম্বর ২০১৬) ছিলেন বিংশ শতাব্দীর শেষভাগের একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক, যিনি কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদসহ সাহিত্যের সব শাখায় অবদান রেখে সব্যসাচী লেখক হিসেবে পরিচিতি পান। তাঁর লেখকজীবন প্রায় ৬২ বছর ব্যাপী বিস্তৃত ছিল। মাত্র ২৯ বছর বয়সে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন, যা তাঁকে এই পুরস্কারের সবচেয়ে কম বয়সী প্রাপক করে তোলে। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি ১৯৮৪ সালে একুশে পদক এবং ২০০০ সালে স্বাধীনতা পুরস্কার অর্জন করেন।