সংসার এক মায়া। মানুষ এই মায়ায় জড়িয়ে যায় জীবনের শুরু থেকেই। জীবনে চলতে গিয়ে সবচেয়ে বেশি দরকার হয় পাশে একজন ভালো মানুষ। অর্থ ধার করে চলা যায়, ভালো মানুষ ধার করে চলা যায় না। মানুষ ভালো মানুষের আশায় ভালোবাসে। ভালোবাসা দামি, সবাই তা পায় না। কেউ ভুল মানুষকে ভালোবেসে জীবন কাটিয়ে দেয়। কেউ সঠিক মানুষকে ভুল সময়ে ভালোবাসে। আমাদের ভালোবাসার সুখ-দুঃখের আবেগগুলো জীবনকে নাড়া দিতে চায়। কিন্তু জীবন অসীম গভীরতার মহাসমুদ্রের মতোই গভীর। এসব টুকরো আবেগ জীবন মহাসমুদ্রে হারিয়ে যায় অনায়াসেই। সেগুলো সেখানে নিজের মতো পড়ে থাকে, দুঃখবিলাসে মেতে উঠে কিন্তু বাইরের আলোতে উঠে আসার সময় সলজ্জে কেটে পড়ে। তারা জীবনের মূল স্রোতটিকে খুব বেশি নাড়াতে পারে না। জীবন জীবনের নিয়মে চলে। সেই নিয়ম কেউ জানে না।
তানজিম তানিম
নাম মুহাম্মদ তানজিমূল ইসলাম। লিখে থাকেন 'তানজিম তানিম' নামে। তিনি গল্প বলেন, যে গল্প জড়িত মানুষের সাথে, ফুলের সাথে, পাখির সাথে, এই পৃথিবীর সাথে। তিনি এই দুনিয়ায় থেকে গল্প বলেন এই মহাবিশ্বের মানুষের গল্প। যা মানুষ নিজেকে জানতে এবং ভাবনায় ভাবতে অনুপ্রাণিত করে।
তিনি যেভাবেই বলেন না কেন, তার গল্পগুলো সর্বদা মানুষের অভিজ্ঞতার মধ্যে নিহিত থাকে। প্রেম, ক্ষতি, আশা এবং মুক্তি সম্পর্কে লেখেন। এমন চরিত্রদের নিয়ে লিখেন যারা পৃথিবীতে তাদের জায়গা খুঁজে পেতে সংগ্রাম করছে। এমন লোকদের সম্পর্কে লিখেন যারা একটি পার্থক্য করার চেষ্টা করছে।
লেখক বিশ্বাস করেন যে গল্পগুলো পৃথিবী পরিবর্তন করার ক্ষমতা রাখে। মানুষ হিসাবে বেড়ে উঠতে, শিখতে এবং আরও ভাল মানুষ হতে সাহায্য করতে পারে- তাই তিনি গল্প বলেন, লেখেন।
আপনি যদি আপনাকে অন্য জগতে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে হাসাতে বা কাঁদানোর জন্য বা আপনাকে বিনোদন দেওয়ার জন্য একটি গল্প খুঁজছেন, তাহলে আপনাকে এ যাত্রায় তানজিম তানিমের সাথে যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আশা করি আপনি গল্পগুলোতে ভালবাসার কিছু খুঁজে পাবেন।
আন্তর্জাতিক অঙ্গনে বেশ কিছু গবেষণা প্রবন্ধও রয়েছে এ ছড়াকার, কবি ও সাহিত্যিকের। সবসময় হাসিখুশি ও মিশুক এই লেখক বিশ্বাস করেন মাদক নয়, একদিন বইয়ের নেশায় আসক্ত হবে পৃথিবী। আড্ডা দিয়ে জীবনকে সুখী করতে চান! হয়তো কোনদিন আপনার সাথেই আড্ডা হয়ে যাবে এই লেখকের!
প্রকাশিত উপন্যাসসমূহ:
মেঘকুটির
কাঁকন
তক্ষক
পুরস্কার:
কবি ও কবিতার ভুবন পুরস্কার