বাংলাদেশের অবকাঠামোর উন্নয়নে প্রতিষ্ঠান হিসেবে এলজিইডি-র ভূমিকা আসলেই বিস্ময়কর। আর এর পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক। তাঁর নেতৃত্বে এলজিইডি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিশ্বে
কাবেদুল ইসলাম
কাবেদুল ইসলামের জন্ম ১লা জানুয়ারি ১৯৬৪, খুলনায়। বাংলা ভাষা ও সাহিত্যে আশির দশকের গোড়ায় কয়েকটি বিশিষ্ট জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে কবিতা ও ছোটগল্প লেখালেখির মধ্য দিয়ে সাহিত্য জগতে আবির্ভূত হন। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থসংখ্যা ৩৫। এর মধ্যে কবিতা ১২, গবেষণা ১২, ছোটগল্প ৫, প্রবন্ধ ৪, ছড়া ১ ও ভূমিবিষয়ক শব্দকোষ ১। তাঁর কিছু উল্লেখযোগ্য গবেষণাকর্মও বর্তমান। বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৫ ব্যাচের একজন কর্মকর্তা; বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন যুগ্মসচিব। সেইসূত্রে সপরিবারে ঢাকায় বসবাস; না হলে, ঢাকায় বসবাসে একেবারেই আগ্রহী নন। চাকরিসূত্রে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভারত ভ্রমণ করেছেন। বিবাহিত; স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তানকে নিয়ে স্বল্পবিত্তের সুখী জীবনযাপন। প্রিয় ও একমাত্র শখ ও নেশা বইপড়া, বইকেনা ও বইসংগ্রহ। সুলভ-দু প্রাপ্য মিলিয়ে তার ব্যক্তিগত গ্রন্থাগারে এ পর্যন্ত ৮ হাজারের বেশি বই সংগৃহীত হয়েছে। এর মধ্যে বাংলা ভাষা ও সাহিত্য এবং উপমহাদেশীয় ইতিহাসের বইই সর্বাধিক। বেশ কিছু আকরগ্রন্থ রয়েছে তার সংগ্রহে। প্রিয় স্থান নিজ বাসগৃহ। ঘোরাঘুরি পছন্দ করেন একমাত্র বইপাড়ায় ও বইয়ের দোকানগুলোতে।
Title :
কামরুল ইসলাম সিদ্দিক : গ্রামীণ অবকাঠামো উন্নয়নের রূপকার