ফ্ল্যাপের কিছু কথাঃ কামনার মধ্যে নিরন্তর বেঁচে থাকা মানব মনের এক স্বাভাবিক প্রক্রিয়া। বিভিন্ন মানব চরিত্র ও তাদের মানসিক অভ্যাস এই কামনারই প্রতিনিধিত্ব করে। কিন্তু মনের এই স্বাভাকি প্রক্রিয়াই কখনও কখনও রাষ্ট্রীয়, সামাজিক এবং ব্যক্তিক পর্যায়ে ঘটিয়ে তুলতে পারে বিরাট বিপর্যয়। ‘কামনায় কালো কীট’ গল্প গ্রন্থে বিভিন্ন ঘটনার ঘাতপ্রতিঘাতের ভেতর দিয়ে এই সংঘাত এবং দ্বন্দ্বের চেহারা সংবেদনশীল ফলপ্রসু বর্ণনায় গল্পের রসপোযোগী করে চিত্রিত করেছেন দীপিকা ঘোষ। চরিত্র মানব জীবনের ব্যক্তিত্ব বহন করে। মনের অভ্যাস প্রতিনিধিত্ব করে ব্যক্তিত্বের। মানব মনের নিরন্তর কামনা তার বুদ্ধিবৃত্তি, ব্যক্তিত্ব, অভিজ্ঞতা আর কর্মের মাধ্যমে প্রতিফলিত হয়। এই প্রতিফলনের সার্থক চিত্র নিষ্ঠুর রাজাকার হোসেন আলী, বিধবা হয়েও চিত্র নিষ্ঠুর রাজাকার হোসন আলী, বিধবা হলেও চির সধবার প্রতিনিধিত্বকারী বসুধা এবং মনের অন্তরালে নিয়ত অভিসারিনী তরুণী বিধবা শিবানী। মনের অদ্ভুত দ্বন্দ্ব মুখরতার এই ছবি অতি সার্থকভাবে ছড়িয়ে পড়েছে এ বইয়ের প্রতিটি গল্পের চরিত্রেই।