কালসন্দর্ভা
বাংলা ভাষায় কেন তন্ত্র মন্ত্র এসব নিয়ে ভালো কোন লেখা এর আগে আসেনি সেটা একটা দুঃখ ছিলই… অভীক দা’র বই পড়ে সেটা কিছুটা কমলেও আসল তন্ত্র মন্ত্র নিয়ে একটা ভালো থ্রিলার এর অপেক্ষায় অনেকদিন ধরে বসে ছিলাম…. ওদের দেশে ড্যান ব্রাউন কতকিছু লিখে ফেলল আমাদের কেউ কিছু লিখছে না কেন? অবশেষে স্বপ্ন সত্যি হল কালসন্দর্ভা পড়ে। লেখিকা কে অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি বলতে কি এনার আগের কোন বই /লেখা কিছু পড়িনি… জানতাম ও না… ফেসবুকের বিজ্ঞাপনের মাধ্যমে জানি। গল্প বলে স্পয়লার দেব না… তবে এটুকু বলি… প্রাচীন আসামের কোন কোন জাতি কিছু বিকৃত উপায়ে তন্ত্র মন্ত্র সাধন করে লোকের খারাপই করত। প্রতিপক্ষ অপর জাতি তাদের বাধা দিয়ে সেসব বন্ধ করে। কিন্তু এ হল সেই গডজিলার ডিম যা সিনেমার শেষে দেখা যায় বেঁচে আছে… তো সেরকমই কিছু শয়তান পিসাচিনী বা ডাইনি বুড়ি এই একবিংশ শতকের কোন এক গ্রহণের সময় আবার সেই অকাল্ট উপায়ে আবার নরকের দ্বার খুলে কাউকে ডেকে আনে…. যে জানেনা সে কোথা থেকে এসেছে আর তার পাওয়ার কতটা। এদিকে কিছু বাচ্চা তাদের এক মামাবাড়িতে এসেছে শান্তিনিকেতনে আর সেখানেই খোয়ইয়ের পাশে অশান্তির শুরু। এরপর কি হয় বইটি জোগাড় করে পড়ুন। দয়া করে ইবুক বানিয়ে লেখিকার উৎসাহে স্বহস্তে একঘটি জল ঢেলে বাধিত করবেন না। বইটি কিনে পড়ুন। আর লেখিকা কে বলি পরের পর্বের অপেক্ষায় রইলাম। আমরা আপনার উৎসাহের আগুনে ঘি দিয়ে তৈরি করছি, আপনি পরের পর্ব তাড়াতাড়ি শেষ করুন।