কালপুরুষ
কালপুরুষ একজন নকশাল নেতা,তার স্ত্রী মাধবীলতা আর তাদের ছেলে অর্ক কে নিয়ে এই বই।একসময় নকশাল করা অনিমেষ মিত্র ,যার পুরো স্বপ্ন ছিল দেশকে কিভাবে অন্যায় থেকে মুক্ত করা যায়,এর জন্য সে জীবনে অনেক গুলো বছর সংসার বিহীন এবং জেলে বাস করেছে নিজের একটা পা খুইয়েছেন আর পঙ্গুত্ব কে বরন করে নিয়েছেন সারা জীবনের জন্য। অনিমেষ মিত্র ও মাধবীলতা দুজনে উচ্চ শিক্ষিত হলেও তাদের একসাথে থাকার দরুন দুপরিবার থেকে অনেক দুরের ছিটকে যায় , এবং নিতান্তই এক বস্তিতে আবাস গড়ে তোলে যেখানে কেও তাদের চেনে না, সংসার চলে মাধবীলতার চাকরি দিয়ে তিনি স্কুলের একজন শিক্ষক।তাই যথেষ্ট দুরত্ব বজায় রাখার পর ও অর্কর চরিত্রে বস্তির ছেলে মেয়ের ভাষা প্রবল এবং তার বন্ধ গুলোও মাস্তান, মায়ের সমস্ত চেষ্টা সত্ত্বেও তাকে পড়াশুনার প্রতি মনোযোগী করা যায়নি।আর যাই হোক অর্কের ভিতর রয়েছে একজন প্রতিবাদী মানুষের রক্ত যে একসময় নকশাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং তার মা উচ্চ শিক্ষিত ও রুচিশীল। অর্ক এর বন্ধ ছিল বিলু(সিনেমার টিকিট ব্লকার),কোয়া পাড়ার মাস্তান,কিলা,খুরকি,ট্যাপা সহ অনেকে যারা সবাই বাস করে ঈশ্বর পুকুর লেনে। ঘটনার আবহে অর্ক একসময় জরিয়ে পরে অন্য পাড়ার মাস্তান কয়লার সাথে যার ছিল প্রচন্ড রাজনৈতিক ক্ষমতা ও অনৈতিক শক্তি, কিন্তু অর্ক ছিল মাত্র কিশোর বয়সী এক যুবক এই পরিবেশ আর মুক্ত মন ও পরিস্থিতির জন্য যার পরিপক্কতা একটু বেশি। ঈশ্বর পুকুর লেনের শান্তি কমিটি গঠন এবং লেনের ৫২ টি পরিবারকে একত্রিত করার মাধ্যমে তাদের মধ্যে এক ঐক্য গড়ে তোলে অর্ক , যেখানে ছিল না কোন সমাজ বিরোধীর ঠাঁয়, মানুষ গুলো শুধু দুবেলা দুমুঠো খাবার খাবার নিশ্চয়তাতেই ছিল অসীম খুশি,এমন সময় কয়লার লোকেরা বিলুকে খুন করে কারন বিলু আগে তাদের ,হয়ে কাজ করতো পরে সে নিজেকে ভালো পথে নিয়ে আসে, কয়লার দলের একজন এসময় নিজেদের গুলিতে নিহত হয়,যার দায় গড়ায় অর্কর উপর। পুলিশ অর্ক কে ধরে নিয়ে যায়, ঈশ্বর পুকুর লেনের মানুষেরা বুঝতে পারে তাদের অবস্থা এবং সবাই মিলে থানায় যায় অর্কের মুক্তির জন্য,যে মিছিলে নেই কোন দল ,না নেতা,না প্লেকরাড,না ব্যানার আর না ফেস্টুন, তবুও তাদের মনোবল আর একত্রিত হবার ক্ষমতা দেখে হয়রান হয়ে পুলিশ, কিন্তু অর্কের মা বুঝতে পারে তার ছেলেকে অনেক অনেক দিন থাকতে হবে এই বন্দি চার দেয়ালের ভিতর,যে বিপ্লব আর দেশের স্বপ্ন সে দেখেছে তা অর্জন এতো সহজ নয়, তবুও সে নিশ্চিত থাকে তার ছেলের ভবিষ্যত নিয়ে আর সবাইকে নিয়ে ফিরে আসে ঈশ্বর পুকুর লেনে একবুক দোয়া আর শান্তির পরশ নিয়ে।