আদিবাসীরা বাংলাঞ্চলের এক বিশাল জনগোষ্ঠী। তাদের রয়েছে ভিনড়ব ভিনড়ব সংস্কৃতি রয়েছে ভিনড়বতর জীবন সংগ্রামের ইতিহাস। বৈচিত্র্য তাদের জীবন। সালেক খোকন এদের নিয়ে কাজ করতে গিয়ে আমাদের সামনে তাদের সে জীবন উপস্থাপন করেছেন তা পাঠ করতে করতে কখনো পাঠক মনে করতে পারেন তিনি বুঝি নিজেই শৈশব থেকে বেড়ে উঠেছেন তাদের সাথে। এমন সুখপাঠ্য বর্ণনায় তিনি তুলে ধরেছেন কালপ্রবাহে কেমন কাটছে আদিবাসীদের জীবন যাত্রা।