যে কথাগুলো মনের মধ্যে জমতে জমতে এক সময় চাপা পড়ে যায় অথবা বলবো বলবো করেও বলা হয়ে উঠেনি কিংবা পারিনি, সেই কথাগুলো বলতে পারাই আমার কাছে কবিতা। কবিতাটা কাউকে মোহিত করার জন্যে নয়, কবিতাটা একান্ত আমার। আমি যখন ইচ্ছে তাতে ভেসে বেড়াবো অথবা ডুবে মরবো। নিজের একটা আকাশ তো প্রত্যেকের থাকা চাই, কবিতা আমার তাই। আমি লাল, নীল স্বপ্নের ঘুড়ি উড়াই আমার আকাশ জুড়ে। বইটিতে ৪৮ টি কবিতা আছে এবং প্রতিটি কবিতাই আমার প্রথম প্রেম। প্রতিটি কবিতাই আমার কাছে বড় ভালোবাসার, বলতে না পারা জীবনের গল্প। যাঁর চোখে চোখ রেখে সুরাঘর থেকে কাবাঘরে পৌছে যেতে পারতাম এক লহমায় কিংবা পূর্বজন্ম ভুলে মহাপুরুষের কাতারে এসে দাড়াতে পারতাম, তাঁকে বলতে পারিনি ভালোবাসি। অথবা যাকে ঘৃনা করি তাকে দুমড়ে মুচড়ে করতে পারিনি একাকার। কখনোই কবিতাকে খুজতে যাইনি আমি বরং কবিতাই আমার পায়ে লুটিয়েছে বারংবার। কেননা তুমি ছিলে। যখন কবিতারা লুকোচুরিতে মত্ত থাকে আমি তোমাকে লিখতে বসে যাই, কেমন অবাক করে সমস্ত কথাই এক একটি কবিতা হয়ে যায়। আমি চিরঋনী থেকে যাই তোমার কাছে, সমস্ত ফুলের কাছে, নদীর কাছে, আমি চিরঋনী থেকে যাই...................