২০২০ এ প্রকাশ হয়েছিলো 'কালো গোলাপের ভিতর থেকে উৎসারিত আলোবৃত্তান্ত', যা ছিলো সুবর্ণা নামের; গায়ের রঙ কালো এক নারীর আত্মকথন। সুবর্ণার ভালোবাসার মানুষ রেজা, যার কাছ থেকে প্রতারিত হবার বোধ আর প্রবঞ্চিত হবার অভিজ্ঞতার বিবরণ লিখতে তাড়িত বোধ করেছিলো সুবর্ণা; গ্রন্থবদ্ধ হয়ে বের হয়েছিলো সেই বর্ণনা। প্রকৃতির প্রতিশোধ, কিংবা সময়ের প্রতিশোধ, যেভাবেই বলা হোক, রেজার জীবনে নেমে আসে দুর্গতির গাঢ় অন্ধকার। গায়ের কালো রঙের কারণে সুবর্ণাকে জীবনসঙ্গিনী করে নি রেজা, বরং বিয়ে করেছিলো রঙ আর রূপ দেখে এমন এক নারীকে, যার কাছ থেকে সে পেয়েছে অনাদর অবহেলা অসম্মান।
রেজা উপলব্ধিপ্রাপ্ত হয়, তবে বেশ বিলম্বে। তার এই বিলম্বে ঘটতে থাকা উপলব্ধিগুলো লিপিবদ্ধ করে রাখতে থাকে ডায়রির পাতায়, সুবর্ণার প্রতি করা অনাদর অবহেলা অসম্মানের ফলে রেজার বোধ জুড়ে যতো অনুশোচনা, সেই বিলাপ ছড়িয়ে পড়তে থাকে তার ডায়রির পৃষ্ঠার পর পৃষ্ঠায়। সুবর্ণার কালো রঙের চেয়েও ঢের বেশি কালো অন্ধকারে ডুবে যেতে থাকা রেজার সমস্ত আত্মোপলব্ধি আর অনুশোচনার স্বীকারোক্তিগুলো অবশেষে গ্রন্থবদ্ধ হয়ে প্রকাশ পেলো, যার নাম 'কালো গোলাপের প্রতি উচ্চারিত আত্মবৃত্তান্ত'।
'কালো গোলাপ বৃত্তান্ত' হচ্ছে দুইটা উপন্যাসকে গেঁথে গড়ে তোলা একটা উপন্যাস; এক বৃন্তে ফুটে থাকা দুইটা ফুল।
বৃন্তের প্রথম ফুলটা 'কালো গোলাপের ভিতর থেকে উৎসারিত আলোবৃত্তান্ত' হচ্ছে সুবর্ণার আত্মকথন; আর দ্বিতীয় ফুল 'কালো গোলাপের প্রতি উচ্চারিত আত্মবৃত্তান্ত' হচ্ছে রেজার আত্মবিলাপ।