পিতা হলেন বট বৃক্ষের মত, যাঁর সুশীতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করে সন্তানেরা। একটি বট বৃক্ষ যেমন রোদের তাপ কিংবা ঝড়-বৃষ্টির প্রকোপ সহ্য করেও কখনো তার ছায়া দানে ক্লান্ত হয় না তেমনই একজন পিতা তাঁর সন্তানের জন্য সুন্দর জীবন গড়ে দেবার প্রয়াসে ক্লান্ত হন না কখনো। আজীবন তিনি সন্তানের জন্য ত্যাগ স্বীকার করে যান অবলীলায়। অথচ জীবনের পড়ন্ত বেলাতে গিয়ে সেই প্রিয়তম সন্তানের কাছেই যদি অবজ্ঞা অবহেলার স্বীকার হতে হয়, তাহলে এর মত নির্মমতা আর কিছুই হতে পারে না। এমনই এক হতভাগ্য পিতার জীবনের গল্প নিয়ে এগিয়ে চলেছে কালো ডায়েরির প্রতিটি প্যারা। গল্পের পরতে পরতে যেনো পিতার আত্মদানের ছোঁয়া লেগে আছে শিল্পির আঁকা তুলির আঁচড়ের মতো। আশা করি প্রাণবন্ত এই গল্পটি প্রিয় পাঠককে মন্ত্র মুগ্ধ করবে।