আন্দামানের নাম শুনলেই আমাদের মধ্যে এক আতঙ্ক কাজ করে। ভেসে উঠে নির্মম নির্যাতনের দৃশ্য। মহান বিপ্লবীদের নির্বাসন, তাদের আত্মত্যাগের কাহিনি শুনতে শুনতে কালাপানি আর আন্দামান আমাদের কাছে অজানা আতঙ্কের নাম। কিন্তু আন্দামান কি শুধুই সেসুলার বন্দিখানা। আরো আরো কত রূপকথা-উপকথাই তো আমরা শুনেছি ছেলেবেলায়। সেইসব ‘চাল-কুমরো মানুষ’ এর গল্পের ভিত্তি কতটা সত্য আর কতটা গল্প!
‘কালাপানির কেচ্ছা’ ভ্রমন বিষয়ক বই। কিন্তু গদ্যের ধরন পড়তে গিয়ে আমাকে দিয়েছে গল্পের আস্বাদ। ভূগোলের পথ চিনতে চিনতে পৌছে গেছি ইতিহাসের জনপদে....