নিজের স্বপ্নের বাড়িতে ওঠা উপলক্ষ্যে দেয়া পার্টির দিনে জমি অফিসের বড় কর্মকর্তা সহিদ উদ্দিনের শরীরে অদ্ভুত এক সমস্যা দেখা দেয়। কোনকিছুতেই যখন কিছু হচ্ছে না, এমন সময় সে উপলব্ধি করতে পারে তার সমস্যার উৎপত্তি এবং সমাধান নিহিত আছে এমন এক বিষয়ের সাথে যার সাথে জড়িয়ে আছে তার শৈশব, বর্তমান কাজ, ক্যারিয়ার এবং পরিবার। অদ্ভুত এই সমস্যার সমাধান পেতে হলে একদিকে তাকে ডুব দিতে হবে নিজের মনোস্তত্বের গহীনে, সেইসাথে লড়াই করতে হবে নিজেরই গড়ে তোলা পাপের সার্মাজ্যের সাথে। সাইকোলজিক্যাল ফ্যান্টাসি কাল পতঙ্গ পাঠকদেরকে পরিচয় করিয়ে দেবে মানুষের মনোস্তত্বের গহীনের এমন এক অন্ধকার জগতের সাথে যেখানে বাস্তব আর কল্পনার সাথে একাকার হয়ে মিশে গেছে ভালো আর মন্দের লড়াই।
রবিন জামান খান
রবিন জামান খানের জন্ম ময়মনসিংহ শহরে, পৈত্রিক নিবাস নেত্রকোনার কেন্দুয়ায়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়শােনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষাতত্বে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন। শিক্ষকতাকে পেশা ও লেখালেখিকে নেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। ইতিমধ্যেই বিভিন্ন সঙ্কলনে বেশকিছু মৌলিক ও অনুবাদ গল্প প্রকাশিত হয়েছে। বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তার মৌলিক গৃলার উপন্যাস ২৫শে মার্চ, সপ্তরিপু, ফোরটি এইট আওয়ার্স, দিন শেষে, আরােহী ও অন্ধ প্রহর। বাংলাদেশের পাশাপাশি কলকাতা থেকে পুণপ্রকাশিত হয়েছে তার ২৫শে মার্চ ও সপ্তরিপু। ভারতবর্ষের ইতিহাস ও ইতিহাসের রহস্যময় ঘটনাবলী নিয়ে আগ্রহ থেকে বর্তমানে কাজ করে চলেছেন একাধিক ইতিহাস নির্ভর ধূলার উপন্যাস নিয়ে। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন তিনি।