অঘ্রানের সন্ধ্যাবেলা ছেঁড়াফাটা কাপড়ে সাজানো হাসিখুশি এক কাকতাড়–য়ার দেখা পেল টুকু। তার প্রশ্নের উত্তর আসছে আর কেউ নয় ঐ কাকতাড়–য়ার কাছ থেকেই। আর তারপর ছেঁড়াফাটা পোশাকের ভেতর থেকে লাফিয়ে নামল কিশোর কাকতাড়–য়া হাসিখুশি নিশিম্বুরা। আমরা তাকে নিশি নামে চিনি। ঘটতে থাকল একের পর এক রোমাঞ্চকর ঘটনা। বদমাশের দল পিছু নিল টুকু-নিশির। এই ধরে কী সেই ধরে! তাড়া খেয়ে টুকু-নিশি ঢুকল বদমাশদের নতুন শহরে সেখান থেকে নিশিদের আরেক পৃথিবীতে। এ এক অভিনব ভাষায় লেখা রোমাঞ্চকর কাহিনি রহস্য আর আনন্দের আয়োজনে ঠাসা।
মাহবুব সাদিক
মাহবুব সাদিক (২৫শে অক্টোবর ১৯৪৭), জন্ম টাঙ্গাইলের আইসড়ায়। সা’দত কলেজে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেছেন। পিএইচ.ডি. করেছেন বুদ্ধদেব বসুর কবিতার বিষয়ে। প্রথম জীবনে যুক্ত ছিলেন রাজনীতির সঙ্গে। শোষিত মানুষের জন্য লড়েছেন। একাত্তরে করেছেন মুক্তিযুদ্ধ। ষাট দশকের গোড়া থেকেই কবি হিসেবে খ্যাতি; কবিতা ছাড়াও লিখেছেন ছোটগল্প, উপন্যাস, ছড়া, কিশোর কবিতা ও উপন্যাস এবং প্রবন্ধ। মাহবুব সাদিকের প্রকাশিত গ্রন্থসংখ্যা পঁয়ত্রিশেরও বেশি। একালের অন্যতম গুরুত্বপূর্ণ কবিরূপে চিহ্নিত মাহবুব সাদিক বাংলা একাডেমী পুরস্কারসহ নানা পুরস্কারে ভূষিত।