ফ্ল্যাপের কিছু কথাঃ মধ্যরাতে কিসের অনবরত শব্দে ঘুম ভাঙে অব্লের। অন্ধকারে কান পেতে শব্দটা ভালভাবে বুঝার চেষ্টা করে। হ্যাঁ, আইতো রান্নাঘর থেকেই আসছে শব্দটা। আম্বুকে ডাক দিতে গিয়ে থমকে যায়। না, ডাকা ডাকি বাদ-দিয়ে যদি চোরটাকে ধরা যায় তাতেই কেল্লাফতে। কিন্তু এটা চোর না হয়ে ভূত টুত হলে? ভূতের কথা মনে হতেই তার শরীরটা কেমন করে উঠরো। ব্যস্ত হয়ে বুকে থুথু দিতে শুরু করল। একটুপর হাত দিয়ে ধরে দেখে বুক বরাবর জামা ভিজে গেছে। অই-যে স্প্রে করলে যেমন ভিজে আর কি! চোখ দুটো বড় বড় করে চারদিক দেখার চেষ্টা করে। কিন্তু অন্ধকার যেন তাদের বাসায় জমা রেখে গেছে। আর সে অন্ধকাররা এখন মনের সুখে কাউন্টিং খেলছে। তারপর ......?
পড় তুতুনের বিড়াল হওয়া গল্পে।
এ গল্প ছাড়াও আরো সাতটি গল্প দিয়ে লেখা আশিক মুস্তাফার আরেকটি গল্পের বই কাকের মেয়ে কাগমিরা। রহস্য, বন্ধুত্ব, হৃদয়স্পর্শী কখনো সহজ আবার কখনো জটিল! কিন্তু অসাধারণ এ গল্প গুলো সব বয়সী শিশুদের নিশ্চয়ই নিয়ে যাবে এক অচেনা ভুবনে।
আশিক মুস্তাফা
আশিক মুস্তাফা পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি সম্পাদনা করেছেন দৈনিক সমকাল পত্রিকার ছোটদের পাতা 'ঘাসফড়িং'। যুক্ত আছেন বাংলাদেশ শিশু একাডেমী থেকে প্রকাশিত শিশু বিশ্বকোষের সঙ্গেও। ২০১৭ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান ফেস্টিভ্যাল অব চিলড্রেনস কনটেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ২০১৫ সালে টোকিও বিশ্ববিদ্যালয়ে শিশুসাহিত্যের উপর গবেষণাপত্র উপস্থাপন করেন। পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার। ইউনিসেফ প্রদত্ত মিনা মিডিয়া অ্যাওয়ার্ড এবং কবি হাবীবুর রহমান সাহিত্য পুরস্কার। প্রথম অনুবাদ বইয়ের জন্য পেয়েছিলেন ছোটদের মেলা সেরা বই পুরস্কার।